পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/২১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సిe গৌড়ের ইতিহাস । বল্লালসেনের এক পুত্র ছিলেন । ইহাদের কোন বিবরণ জানা যায় নাই । বাঁশবেড়িয়া-রাজবংশের পূর্বপুরুষ দত্তবাটনিবাসী দেবাদিত্য দত্ত, বল্লালসেনের সময়ে বৰ্ত্তমান ছিলেন । ১১৩৩ খৃষ্টাব্দ হইতে ১১৫৩ খৃষ্টাব্দ পর্য্যন্ত আরাকাণে গলয়নামক পরাক্রান্ত রাজা রাজত্ব করেন। মগের বলে, বঙ্গেশ্বর তাহাকে পূজা করিতেন। সীমাস্ত প্রদেশের পরাক্রান্ত নরপতির সঙ্গে সদ্ভাব রাখা রাজনীতিজ্ঞেরই কাৰ্য্য, ইহাতে বল্লালসেনের দৌৰ্ব্বল্য সূচিত হয় না । আরাকাণীর মধ্যে মধ্যে বাঙ্গালা আক্রমণ করিত। খৃষ্টীয় নবম শতাব্দীতে একবার আক্রমণ করে । সেন-রাজগণের সময় এই উৎপাত অনেক প্রশমিত হয় । এ সময়ে চট্টগ্রাম আরাকাণ রাজ্যের অধীন ছিল। দ্বিজবাচস্পতির “বঙ্গজ-কুলজী-সার-সংগ্রহের’ মতে, বল্লাল সেনের রাজ্যে ৯৪৪ শাকে পাচজন ব্রাহ্মণ পাচ জন দক্ষিণরাঢ়ীয় ও পাচজন বঙ্গীয় কায়স্থদের বীজপুরুষ আগমন করেন । বঙ্গজ কায়স্থদের কুলগ্রন্থ ঢাকুরেরও এই মত। এই মত অপ্রামাণিক ; তবে ইহা সত্য যে, আদিশূরের সময় হইতে ক্রমাগত ব্রাহ্মণ ও কায়স্থগণ বঙ্গে উপনিবিষ্ট হইতেছিলেন । সেই উপনিবেশ স্রোত বল্লাল সেনের সময় পর্যস্ত প্রবাহিত ছিল । বল্লালসেনের রাজত্ব-কালে মিথিলায় গঙ্গেশোপাধ্যায় প্রাদুর্ভূত হন। ইনি ১১৫২ খৃষ্টাব্দের কিঞ্চিৎ অগ্রপশ্চাতে বিদ্যমান ছিলেন। গঙ্গেশ, “তত্ত্বচিন্তামণি”নামক উৎকৃষ্ট গ্রন্থ রচনা করেন। গঙ্গেশের পুত্র বদ্ধমানও নানা উৎকৃষ্ট গ্রন্থের রচয়িতা। গোবিন্দপুরের মান-রাজবংশের শিলালিপি হইতে জানা যায়, জয়পাণি, বল্লালসেনের ধৰ্ম্মাধিকারী ও রুদ্রমান অমাত্য ছিলেন । , o বল্লালসেনের রাজত্বকালে সাদুল্লাপুরের নিকটবৰ্ত্তী সাগরদী খনিত