পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/২২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম অধ্যায় । ミ●> রাজধানীতে প্রকাগু রাজপথ, বারবিলাসিনীদিগের মঞ্জীর-নিক্কণে চমকিত । নিশীথে স্বেচ্ছাবিহারিণী অভিসারিকাগণের অব্যাহতগতিতে মুখরিত। প্রেমলিন্স, কামিনীগণের প্রেমালাপে সমস্ত বিভাবী উদ্ভান্ত ।” যে নগরী বিলাস-স্রোতে এইরূপ ভাসমান, তাহার অধীশ্বর যে নিতান্ত বিলাসী ও রাজোচিতগুণগ্রামশুষ্ঠ, তাহাতে সন্দেহ নাই। এই বিজয়পুর নবদ্বীপের নিকটবৰ্ত্তী কোন স্থান । পবনকে আর গৌড়ের দিকে আসিতে হয় নাই । ধোয়ী কবি লিখিয়াছেন, বিজয়পুরে লক্ষ্মণসেনের নূতন রাজ্যভিষেক হইয়াছে । ইহাতে জানা যাইতেছে, গৌড়ে লক্ষ্মণসেনের রাজ্যভিষেক হয় নাই । তিনি সৰ্ব্বদা গৌড়ে থাকিতেন না । লক্ষ্মণসেন র্তাহার পিতার দ্যায় রাজনীতিজ্ঞ ছিলেন না । তাহা হইলে তিনি গৌড় ছাড়িয়া নবদ্বীপে থাকিতেন না । ধোয়ী কবি কাব্য লিখিয়া রাজার নিকট হইতে ‘কবিরাজ” উপাধি এবং হস্তী ও সুবর্ণচামরাদি লাভ করেন । গঙ্গাতীরে কবির বাস ছিল ; কোন নগরের গঙ্গাতীরে—তাহ লেখা নাই। কবির কোন বস্তুর অভাব ছিল না ; নারায়ণে যেন নিজের মতি থাকে, কবি ইহা প্রার্থনা করিয়াছেন। লক্ষ্মণসেনের পুত্র কেশবসেনের তাম্রশাসনে আছে,—লক্ষ্মণসেনের বাহুদ্বয় বারণহস্তকাগুসদৃশ, বক্ষঃ শিলাবৎ সংহত, বাণ শক্রপ্রাণহর ছিল লক্ষ্মণের হস্তিগণ, মদজলক্ষরণ করিত । বিধাতা ঐ সকলকে সমরোপযোগী করিয়া তাহার অনুরূপ রিপু যে কোন স্থানে স্বষ্টি করিয়াছিলেন, তাহা কে জানে ?— “বাহ বাস্ত্রণহস্তকাওসদৃশে বক্ষঃ শিলাসংহতং বাণাঃ প্রাণহর দ্বিষাং মদজলপ্রস্তনিদনো দস্তিনঃ । যস্যৈতাং সমরাঙ্গণপ্রণয়িনীং কৃত্বা স্থিতিং বেধসা কে জানাতি কুতঃ কুতো ন বহুধা চক্রেহনুরূপোরিপুঃ ”