পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/২৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

こ●8 গৌড়ের ইতিহাস । নবদ্বীপ একটী বাণিজ্য প্রধান নগর হইয়া উঠে। লক্ষ্মণসেন এই নগরকে বড় ভালবাসিতেন। বিলপুকুর ও সমুদ্রগড়ের মধ্যবৰ্ত্তী স্থানে লক্ষ্মণসেনের বাসস্থানের ভগ্নাবশেষ দৃষ্ট হয়। লক্ষ্মণসেন গৌড়নগরকে সুশোভিত করেন । গঙ্গানদী মালদহ জেলায় বারংবার স্থান পরিবর্তন করিয়াছে। গঙ্গানদীর স্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজধানী গৌড়েরও অবস্থা বারংবার পরিবর্তিত হইয়াছে। পালরাজগণের সময়ে পিছলি গঙ্গারামপুরের উচ্চ ভূখণ্ডে গোঁড়নগর অবস্থিত ছিল । এখন সেস্থান সম্পূর্ণ জঙ্গলাবুত হইয়াছে । বল্লালসেনের সময় গৌড় দক্ষিণে সরিয়া যায়। বাগবাড়ীর মৃৎপ্রাচীরপরিবেষ্টিত স্থানটী বল্লালসেনের উদ্যান-বাটিকা ছিল । লক্ষ্মণসেনের নামামুসারে গৌড়ের লক্ষ্মণাবতী নাম হয় । লোকে বলে, চণ্ডীপুরের দ্বারবাসিনী দেবী গৌড়ের এক স্বারের অধিষ্ঠাত্রী ছিলেন। মঙ্গলচণ্ডীর পাঁচালী রচয়িত মাণিকদত্ত ভগবতীর স্তবের সময় তাহাকে দ্বারবাসিনী বলিয়া ডাকিয়াছেন । দ্বারবাসিনী দেবীর প্রকৃত নাম কমলদেবী । কমলাদেবীর নামানুসারে কমলাবাড়ী গ্রামের নাম হইয়াছে। ইনি গৌড়ের অধিষ্ঠাত্রী দেবতা ছিলেন। অন্ত গৌড়েশ্বরী দেবীর মন্দির গঙ্গাগর্ভে বিলীন হইয়াছে। লোকে উহার কয়েকখানি ইট পাথর রাজবাড়ীর নিকট রাখিয় তাহাকেই গৌড়েশ্বরীর স্থান জ্ঞানে পূজা করিয়া থাকে । (ক) (ক) গৌড়ের এই অংশের নাম বামন পাড় ছিল । ইহার নিকট একটা গর্ভে নশ্বর ধামুকাদি জাতি পিণ্ডদান করিত । পিণ্ডদানের মন্ত্র এই— জয়াক ছাত্ত, কেলাক পাত্ত। ८श भूक्शा हो८छ श्ख ! তু পবি ত খে। ন মু খচি । বোধ হয় এই স্থানে সৰ্ব্ব প্রথমে চাইনগর ধামুক বাস করিত, পরে ব্রাহ্মণের বাস হয় শেষে ইহা মুসলমানদের হাতে যায়।