পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/২৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম অধ্যায় ] ఫిసిన প্রাচুভূত হন, আমরা তাহা জানিতে পারি নাই। জগংজীবনের মনসার ভাসানে আছে,—গৌড়ের অন্তঃপাতী চম্পাইতে ( চম্পানী নগরে ) কোটশ্বর নামক রাজা রাজত্ব করিতেন। কোটশ্বরের পিতার নাম রাজা ধনঞ্জয় । চন্দ্রপতি বা চন্দ্রভব অথবা চন্দ্রধর, কোটশ্বরের পুত্র। ইনিই বিখ্যাত চাদ সদাগর । রাজা বিক্রমকে শরীর সময়ে চাদ সদাগর বর্তমান ছিলেন । উজানিনগরে বিক্রমকেশরী রাজত্ব করিতেন । বিক্রমকেশরী গেীভুবজ্যের করদ ছিলেন । র্তাহার বাঁশবন বেষ্টিত দুর্গ ছিল । চম্পাই ও উজানি নিকটবৰ্ত্তী স্থান । চাঁদ সদাগর গন্ধবণিক্‌ জাতীয় ছিলেন । এইস্থলে গন্ধবণিকদের সম্বন্ধে কিছু বলা যাইতেছে। গন্ধবণিকেরা বলেন,—র্তাহার কৌশাম্বী হইতে বাহির হইয়া বঙ্গদেশে উপনিবিষ্ট হন। কোন সময়ে বঙ্গদেশে আগমন করেন, তাহ জানা যায় নাই সম্ভবতঃ ইহার সেন বংশের রাজত্বের পূৰ্ব্বেই এদেশে আগমন করিয়াছিলেন। ইহাদের মধ্যে চাঁদ সদাগরের বংশ অতি বিখ্যাত ছিল । ইহার বাঙ্গালার নানাস্থানে উপনিবেশ স্থাপন করিয়াছিলেন । গন্ধবণিকেরা অত্যন্ত নিষ্ঠাবান শৈব ছিলেন । র্তাহার এদেশে আসিয়া দেখিতে পাইলেন, এদেশের ইতর লোকেরা বিষহরী, মঙ্গলচণ্ডী প্রভৃতি দেবতার পূজা করিয়া থাকে। তাহাদের দেখাদেখি আপনাদের স্ত্রীলোকেরা সেই সেই দেবতার পূজায় প্রবৰ্ত্তিত হইতে লাগিল । জেলে-মালোর প্রথমে বিষহরীর পূজা করিত। চাদ সদাগর বিষহরী-পূজার নিতান্ত বিরোধী ছিলেন,—অবশেষে স্ত্রীলোকের নিবন্ধতিশযে বিষহরীর পূজায় সম্মতি ছিল, তাহারা সমাজে ক্ষম তাপন্ন ছিল । বারব্রতও তাহারা করিষ্ঠ । সেই সময়ে বঙ্গদেশে তুতচতুর্দশী, পূর্ণিম, শক্রোৎসব, শারদী ( দ্যুত পুণিম' ), কোজাগর (শরৎ পৰ্ব্ব ), দীপালী, চৈত্রাবলী, বাসন্তী উৎসবে ধূম হইত। ( ত্রিকাও শেষ )। দুর্গাৎ সবের নাম নাই ।