পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/২৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

之る8 গৌড়ের ইতিহাস । ও তমোলিপ্তের তমোস্ত্রী দেবী, মঙ্গলকোটের মঙ্গলা ও রাঢ়ের মঙ্গলচণ্ডীর নাম আছে । এই সকল পীঠের ভৈরব ও দেবীমূৰ্ত্তিগুলি বুদ্ধ ও বৌদ্ধতান্ত্রিক দেবীর নূতন সংস্করণ । * হিন্দুধৰ্ম্ম বৌদ্ধধৰ্ম্মকে অভিভূত করিলেও, বৌদ্ধধৰ্ম্ম এককালে তিরোহিত হয় নাই। নিতান্ত নিস্তেজভাবে উহা রাজপুরুষ ও ব্রাহ্মণদের উৎপীড়ন সহ করিতেছিল । মুসলমানদের আগমনে সে অত্যাচার হইতে উদ্ধার পাইলেও, তাহাদের নিকট বিশেষ কোন সাহায্য পায় নাই, —বরং উৎপীড়িত হইয়া অনেক বৌদ্ধ মুসলমান ধৰ্ম্ম অবলম্বন করে। উত্তর ও পূর্ব বাঙ্গালায় এই ঘটনা বিশেষরূপে ঘটিয়াছিল বোধ হয়। জাতি । খৃষ্টীয় দ্বাদশ শতাব্দীর প্রথমে এদেশে হিন্দুদিগের মধ্যে নানাজাতির উদ্ভব হইয়াছিল। ব্রহ্মবৈবৰ্ত্তপুরাণ, বৃহদ্ধৰ্ম্মপুরাণ, পরশুরামসংহিতা, পরাশরপদ্ধতি প্রভৃতি সংস্কৃত গ্রন্থ প্রায় এই সময়ে রচিত হইয়াছিল । বিবিধ জাতির উৎপত্তি-সম্বন্ধে এই সকল গ্রন্থে যাহা যাহা বলা হইয়াছে, এখানে নরবলি হইত। প্রত্যেক অধিবাসী গৃহস্থকে পর্য্যায়ক্রমে বলির মনুষ্য উপস্থাপিত করিতে হইত। (e) বক্রেশ্বর মহিষমৰ্দিনী দেবী ও বক্রনাথ ভৈরব । চারিট উপপীঠ— (১) কিরীট গ্রামে বিমল দেবী ও সম্বন্ধভৈরব । (२) नन्मिथंटिभ नमिनौtनवॆी ७ नमिएकश्वइ छब्रव । (৩) দ্বারুকানদীর পূৰ্ব্বতীরস্থ তারাদেবী। (৪) কনকপুরের অপরাজিতাদেৰী । * সেন রাজগণের সময়ে এই সকল দেবতা পুজিত হইতেন। ইহাদের মন্দির ছিল । ৰুদ্ধ, বঞ্জকালিক, বজ্রবারাহী, লোকনাথ, তারা, স্বাহ, জয়া, মহাতার, মণিভয়, মঞ্ছ ঞ্জ, মগু, ঘোষ, নীল, বজ্রকপালী, হেরম্ব, মৈত্রেয়, প্রজ্ঞাপীয়মিত, ব্রহ্ম, DDS DDBS BBBBS BBBBS BBBBS BDDS DDBBS BBS BBS BBS