পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অধ্যায় । పె ইহার মগধ নাম হইয়াছিল, এরূপ প্রমাণ পাওয়া যায় । আর্য্য জাতির আগমনের পূৰ্ব্বে কোল জাতি মগধে বাস করিত। অদ্যাপি সাহাবাদ জেলায় এই জাতির প্রাসাদদির ভগ্নাবশেষ দৃষ্ট হয়। যযাতির বংশে কোল নামে রাজা ছিলেন। তিনি যে অনার্যদের দেশে প্রবিষ্ট হইয়া প্রথমত: রাজ্য স্থাপন করেন, তাহারা কোল নামে পরিচিত হয়। ইহাদের পূৰ্ব্বে তাহাদের জাতীয় নাম কি ছিল, তাহা জানা যায় না । কোলের শবর জাতি কর্তৃক মগধ হইতে তাড়িত হয়। শবরের আর্য জাতির আগমনে ক্রমশঃ মগধ ত্যাগ করিয়া উড়িষ্যা অঞ্চলে গিয়া উপনিবিষ্ট হয়। জরাসন্ধ মগধের রাজা ছিলেন । ইহার পরাক্রমে বিত্রস্ত হইয়া যাদবেরাশরসেন অর্থাৎ মথুরা অঞ্চল ত্যাগ করিয়া আনৰ্ত্ত দেশে অর্থাৎ বর্তমান গুজরাট অঞ্চলে গিয়া বাস করিতে বাধ্য হন। যুধিষ্ঠিরের রাজস্বয় যজ্ঞের পূৰ্ব্বে জরাসন্ধ, মধ্যম পাণ্ডব ভীমের হস্তে নিহত হন। ভীম, মগধের দণ্ড ও দগুধর নামক দুইজন রাজাকে পরাজিত করিয়া জরাসন্ধ-পুত্র সহদেবকে করদ করেন। দণ্ড ও দণ্ডধর, বোধ হয়, জরাসন্ধের সামস্ত রাজা ছিলেন । জরাসন্ধ-বংশের পতনের পর প্রন্থে তন-বংশ মগধের রাজা হন। ইহার পর যথাক্রমে শিশুনাগ-বংশ, নন্দবংশ, মোৰ্য্য-বংশ, শুঙ্গবংশ, কথবংশ, অন্ধ বংশ, ও গুপ্তবংশ মগধে রাজত্ব করেন। এই বংশীয়গণের মধ্যে অনেকে রাজচক্রবন্তী হইয়াছিলেন । সুতরাং অঙ্গবঙ্গাদি দেশ ইহাদের সাম্রাজ্যের অন্তর্গত হইয়াছিল। পুরাণে অন্ধ বংশ পৰ্য্যন্ত রাজ গণের নাম পাওয়া যায়। ইহাতে বোধ হয়, প্রাচীন পুরাণ গুলিও ইহারা পূৰ্ব্বে রচিত হয় নাই । জরাসন্ধের সময় গিরিব্রজ নগরে মগধের রাজধানী ছিল। নন্দবংশের সময় পাটলীপুত্র নগরে মগধের রাজধানী হয়। শিগুনাগ