পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অধ্যায় । *お সাভার ও আধুনিক ঢাকা নগর বঙ্গদেশের অন্তর্গত । গোবিন্দচন্দ্র যে সময়ে বাঙ্গালাদেশে রাজত্ব করিতেন, সেইসময়ে রাজেন্দ্রচোল বাঙ্গালাদেশ আক্রমণ করেন । গোবিন্দচন্দ্র পরাজিত হন ( ১০১২ খৃষ্টাব্দ ) গোবিন্দচন্দ্রের পিতার নাম মাণিকচন্দ্র ইনি ৯৭০ হইতে ৯৯ • খৃষ্টাব্দ পৰ্য্যস্ত রাজত্ব করেন। মাণিকচন্দ্রের পিতার নাম সুবর্ণচন্দ্র ( ৯৫০ হইতে ৯৭০ খৃষ্টাব্দ ) পিতামহের নাম ধাড়িচন্দ্র (৯২০–৯৫০ খৃঃ অঃ ) । গোবিন্দ চন্দ্র ১০৯৫ হইতে ১০৩৯ খৃষ্টাব্দ পর্য্যন্ত রাজত্ব করেন। গোবিন্দ চন্দ্রের পরে ভবচন্দ্র রাজা হন । ভবচন্দ্র ১০৩৯ হইতে ১৯৫০ পর্য্যন্ত রাজত্ব করেন। ভবচন্দ্রের মন্ত্রীর নাম গবচন্দ্র। রাজা ও মন্ত্রী নির্বুদ্ধিতার জন্ত প্রসিদ্ধ আছেন । পাটিকা নগরে গোবিন্দ চন্দ্রের রাজধানী ছিল । ইহা রঙ্গপুর জেলায় ডিমলা থানার অন্তর্গত। ইহার বর্তমান নাম পাটকাপাড়া । গোবিন্দ চন্দ্রের রাজ্য ষোলদণ্ডের পথ পৰ্য্যন্ত বিস্তৃত ছিল। প্রজারা কড়িতে রাজস্ব দিত। এই সময়ে হাড়িপা, কালুপা, গোরখনাথ, মীননাথ, শিশুপা, প্রভৃতি বৌদ্ধাচার্য্যগণ বৰ্ত্তমান ছিলেন । ডোমজাতীয় হাড়িপ * রাজা গোবিন্দ চন্দ্রের গুরু ছিলেন। সাভারের রাজা হরিশ্চন্দ্রের + কন্যা উড়ন ও পর্তুনা গোবিন্দচন্দ্রের স্ত্রী ছিলেন, উজুনার কুপরামর্শে গোবিন্দচন্দ্র উত্তপ্ত তৈলপূর্ণ কটাহে নিক্ষেপ করিয়া স্বীয় মাতা ময়নামতী বা ময়নাবতীর পরীক্ষা করেন ; তাহাতে ময়নাবতীর কোন হানি হয় নাই। এই ময়নামতী কামরূপেশ্বর ধৰ্ম্মপালের পত্নী বনমালার ভগ্নী ছিলেন। অন্যাপিরঙ্গপুর অঞ্চলে S BBBBB BBBB DBB BBBB BSBB BBBS DDB BBB DDBB ন্যায় ঘৃণিত নহে । পুর্বে ইহার বৌদ্ধধৰ্ম্মাবলম্বী ছিল। সহদেব চক্রব ত্তীর ধৰ্ম্মমঙ্গলে অাছে – হরিশ্চন্দ্র ছদ্মবেশী ধৰ্ম্মের প্রার্থনায় স্ত্রীর মত লইয়।ীয় পুত্র লুই চন্দ্রকে কাটিয়া জাহারার্থ ধৰ্ম্মকে প্রদান করেন। পরে ধৰ্ম্মের বরে লুইচন্দ্র পুনজীবিত হন । আমাদের বিশ্বাস, এই উপপ্যান হইতে দাতাকর্ণের উপश्वjॉन ब्रछि उठ श्झेर {<छु ? . . . . . .