পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অধ্যায় । 'LA ষষ্ঠ শতাব্দীতে যে কামরূপ রাজ্য বিশেষ পরাক্রমশালী ছিল, তাহাতে সন্দেহ নাই । কামরূপ প্রাচীনকালে রত্নপীঠ, কামপীঠ, হেমপীঠ, প্রভৃতি নবপীঠে বা খণ্ডে বিভক্ত ছিল। রঘুবংশে হেমপীঠের নাম আছে। ৬৩৮ খৃষ্টাব্দে হোয়েনসাং কামরূপে উপস্থিত হন । তখন কুমাররাজ-উপাধিধারী ভাস্কর বম্মী রাজা ছিলেন । হোয়েনসাং ভাস্করবম্মার আহবান তিনবার উপেক্ষা করেন। পরে শীলভদ্রের অনুরোধে তথায় গমন করিয়া পরম সমাদৃত হন। রাজা বিদ্বজ্জনের সমাদর করিতেন । রাজ্যটাতে হিন্দুধৰ্ম্মপ্রচলিত ছিল। রাজার বংশের নাম নারায়ণী-বংশ ছিল, এবং রাজা ব্রাহ্মণ—ছিলেন । হোয়েনসাং লিথিয়াছেন,—রাজ্যের বেষ্টন দশ হাজার লি ; অধিবাসিগণ, ক্ষুদ্রকায় ও কৃষ্ণাভ পীতবর্ণ,তাহাদের স্বভাব উগ্র ও রুক্ষ ; কামরূপের পূর্বাঞ্চলে দলে দলে হস্তী বিচরণ করে ; চীন রাজের সীমা নিকটবৰ্ত্তী বটে, কিন্তু পথ অতি দুর্গম । সেই সময় পশ্চিম আসাম, মণিপুর, কাছাড়,ময়মনসিংহ জেলার অধিকাংশ, জয়স্তিয়া কামরূপ রাজ্যের অন্তর্গত ছিল । ভাস্করবম্মা, সমাট দ্বিতীয় শিলাদিত্যের মহামোক্ষ পরিষদে উপস্থিত ছিলেন ; শীলাদিত্য ইহাকে আপনার দক্ষিণে আসন প্রদান করেন । “দশকুমারচরিতে” কলিন্দবৰ্ম্ম নামে এক রাজার নাম পাওয়া যায়, সম্ভবতঃ তিনি ভাস্কর বম্মার বংশধর। প্রাগজ্যোতিষপুরের কোন কোন রাজবংশ আপনাদিগকে আড়ি মৎস্ত হইতে, কোন বংশ ব্রহ্মপুল্লের গর্ভ হইতে,— কোন রাজবংশ করতোয়ার গর্ভ,-কোন রাজবংশ শিবের ভাণ্ডারীর বংশ হইতে উৎপন্ন বলেন। আসামের দরঙ্গ জেলায় তিন শত শাকে নাগাঙ্ক বা নাগশঙ্কর নামে রাজ রাজত্ব করেন। তিনি করতোয়া গর্ভে অর্থাৎ করতোয় গর্ভস্থ চরে জন্মগ্রহণ করেন। প্রতাপপুরে তাহার রাজধানী ছিল । চারিশত বৎসর রাজত্বের পর নাগশঙ্কর-বংশ লোপ পায়। !