পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8a গৌড়ের ইতিহাস । বিপতাকম বিযস্তারম্ বিবৰ্ম্মধ্বজজীবিতং । তং কৃত্ব দ্বিরদং ভূয়: সহদেবোঙ্গমভ্যযাৎ ।” শ্ৰীমদ্ভাগবতের নবম স্কন্ধে আছে—ভরতরাজ পুণ্ড দেশের অবক্ষণা নরপতিকে জয় করেন ; যথা,— “কিরাতহুণান যবনান পৌণ্ড,ান কঙ্কান খশান শকান । অব্রহ্মণ্যনৃপাংশ্চাহন স্লেচ্ছান দিগ্বিজয়েখিলান ৷”—৯২০১৮ মহাভারতের অশ্বমেধ-পর্বে আছে, অৰ্জ্জুন পুণ্ড দিগকে জয় করিয়াছিলেন ; যথা— “ততে যথেষ্টমগমৎ পুনরেব স কেশরী। ততঃ সমুদ্রতীরেণ বঙ্গান পুণ্ড,ান সকোশলান। তত্ৰ তত্ৰ চ ভূরাণি ম্লেচ্ছ-সৈন্তান্তনেকশঃ। বিজিগ্যে ধনুষ রাজন গাওঁীবেন ধনঞ্জয়ঃ।" বৌধায়ন স্মৃতিতে আছে,—পুগু বঙ্গ দেশে গমন করিলে, আৰ্য্যপুরুষকে প্রায়শ্চিত্তস্বরূপ, পুনস্তোম-যজ্ঞ করিতে হয়। দেবলম্মুতিতে আছে – সিন্ধু-গৌবীর সৌরাষ্ট্রাস্তথা প্রত্যন্ত বাসিনঃ। অঙ্গ-বঙ্গ কলিঙ্গোড়ান্‌ গত্বা সংস্কারমর্হতি ॥” এই বচনে পুণ্ডের নাম না থাকিলেও, যখন অঙ্গ-বঙ্গের নাম আছে, তখন পুণ্ড দেশ বাদ পড়ে নাই। বোধ হয়, এই স্মৃতির রচনা-কালে পুও-রাজ্য অঙ্গ বা বঙ্গদেশের অধীন ছিল । পদ্মপুরাণে পুণ্ড, ও পৌণ্ড, দুইটী দেশের নাম আছে। পৌণ্ড, বোধ হয়, পুণ্ডের অন্তর্গত বা নিকটবৰ্ত্তী কোন স্থান ছিল। রামায়ণে পুণ্ড দেশের সঙ্গে কোর্যকারদিগের দেশের উল্লেখ আছে, যথা :–