পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়। ○ > হইয়া পূৰ্ব্বদেশে উপনিবিষ্ট হইয়াছিলেন । পৌত্ত্বের প্রকৃত নাম কি তাহা জানা যায় না । পুণ্ড রাজ্য দীর্ঘকাল মগধের প্রদ্যোতন, শিশুনাগ, নন্দ, মৌর্য্য, গুহ্ম, কং ও অন্ধ বংশীয়দিগের সাম্রাজ্যের অন্তর্গত ছিল। প্রাদ্যোতনবংশ ১৯৮ বৎসর, শিশুনাগবংশ ৩৬ বৎসর ও নন্দবংশ একশত বৎসর মগধে রাজত্ব করেন। প্রসিদ্ধ বুদ্ধভক্ত শকনরপতি কণিক্ষের রাজত্বকালে গৌড় ও মগধ তদধীন ক্ষত্রিপ রাজগণকর্তৃক শাসিত হইত। মৌর্য্যবংশের রাজত্ব কালে প্রসিদ্ধ শ্রুতকেবলী ভদ্রবাহু প্রান্তভূত হন । ইনি পৌণ্ড রাজ্যের অন্তর্গত কোটিকপুরে (বৰ্ত্তমান নাম দেবকোট ) * জন্মগ্রহণ করেন । ইনি ব্রাহ্মণজাতীয় ও কোটিকপুর রাজ পদ্মরর্থের পুরোহিত ছিলেন। ইহার পিতার নাম সোমশৰ্ম্ম এবং মাতার নাম সোম শ্ৰী। ভদ্রবাহু জৈনধৰ্ম্ম অবলম্বন করিয়া ভারতবর্ষের নানাস্থান ভ্রমণ করেন। মোৰ্য্যসম্রাট চন্দ্রগুপ্ত ভদ্রবাহুকে গভীর শ্রদ্ধা করিতেন । ৭৬ বৎসর বয়সে বর্তমান মহীস্থর রাজ্যের অন্তর্গত হাসানপুর জেলার শ্রাবণ বেলগোলায় ইহার মৃত্যু হয় । মহারাজ সমুদ্রগুপ্তের শাসনে লিখিত আছে ;—তিনি সমতট-বিজয়ী ছিলেন । সমতট-জয়ীর সাম্রাজ্য যে পুণ্ড দেশকে আত্মসাৎ করিয়াছিল তাহা সহজেই অনুমেয় । কুণদিগের কর্তৃক গুপ্ত সাম্রাজ্য বিধ্বস্ত হওয়ার পূর্বে পুণ্ড,-রাজ্য তল্লিযুক্ত প্রতিনিধিগণের দ্বারা শাসিত হইত। গুপ্তরাজগণের সময় অঙ্গ-বঙ্গাদিদেশে জৈন ও বৌদ্ধদিগের প্রভাব

  • কোটিকপুরের অপর নাম কোটিবৰ্ষ নগর। ব্রহ্মগুপুরাণ অনুষঙ্গপাদের ২৩শ অধ্যায়ে লিখিত আছে, দেবপূজিত কোটিবৰ্ষ নগরে মহৰ্ষি শক্তির ( বেদব্যাসের পিতার) সমকালে মুওাস্বর নামে এক মহেশ্বর ৰোগীর আবির্ভাব হয়।. ধাহা হউক, কোটি কপুর যে অতি প্রাচীন নগর তদ্বিষয়ে সন্দেহ নাই। কোষ্ঠগিরি, দেৰকোট রাজ্যের একটা অংশ ছিল।