পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায়। هماجسصييتي هييجيعهم مصيجعت পঞ্চ গড়ের সংক্ষিপ্ত পরিচয়—গৌড়ী-রীতি-গৌড় নগরের উৎপত্তি-গৌড় নগরের BBBBSBBBBSBBDSDDB BBBBB BBBBSSSBBBB SBBBBS BBBBBBSBB BBBBSBBB BBBSBBBBBDSDDB BBB BBBB --গৌড়ের শাসন-সংক্রাস্ত গোলযোগ। পুণ্ড বদ্ধনের তুলনায় গৌড় আধুনিক নগর। পূৰ্ব্বকালে ভারতবর্যের ভিন্ন ভিন্ন স্থানে পাচটী গৌড় ছিল । উক্ত পাচটা গৌড়ের সংক্ষিপ্ত পরিচয়, এস্থলে আবশ্যক বলিয়া, প্রদত্ত হইতেছে । ১ম—স্বৰ্য্যবংশীয় বংশক রাজা গৌড়দেশে শ্রাবস্তী নগর নিয়াণ করেন । শ্রাবস্তীর বর্তমান নাম সাহেৎ মাহেৎ । অযোধ্য প্রদেশের বরৈচ ও গোণ্ডা জেলার সীমা পৃথককারিণী রেবতী বা রাপ্তী নদীর তীরে শ্রাবস্তী ও প্রতাপগড় জেলার মধ্যে গৌড় নগরের ভগ্নাবশেষ দৃষ্ট হয়। গোগু জেলায় গোয়াড়িব.পরগণা এবং বস্তি ও গোরক্ষপুর জেলার কিয়দংশ এই রাজ্যের অন্তর্গত ছিল । ২য়,—প্রয়াগের নিকটবৰ্ত্তী কোন কোন স্তানকে গৌড় বলিত । এই গৌড়ের মধ্যে কৌশাম্বী নগর বিদ্যমান ছিল। ৩য়,—মালব-রাজ্যের কিয়দংশকেও গৌড় বলিত । ৪র্থ,—এখনকার মধ্য ভারতের অন্তর্গত বৈকুল, সিন্দবড়া, সিওনি, ও মণ্ডল। এই চারিজেল লইয়া একটী গৌড় রাজ্য ছিল । ৫ম,—বঙ্গদেশের গৌড়। এই গৌড় পূৰ্ব্বোক্ত চারিগৌড় অপেক্ষা প্রসিদ্ধ ছিল। কিন্তু সৰ্ব্বপ্রাচীন কিনা সন্দেহ। তৃতীয় ও চতুর্থ গৌড়