পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७९ গৌড়ের ইতিহাস । সেই সময়ে ভোজনামক ব্যক্তি গঙ্গ-পুলিনে গৌড় নগর স্থাপন করেন। ভোজ, অযোধ্যার অন্তর্গত গৌড়ের অধিবাসী ছিলেন। জন্মভূমির নামানুসারে নিজ প্রতিষ্ঠিত নগরের নামকরণ করেন । ইহা যদি সত্য হয়, তবে স্বীকার করিতে হইবে, খৃষ্ট-পূৰ্ব্ব অষ্টম শতাব্দীতে গৌড় নগর নিৰ্ম্মিত হইয়াছিল। আবার কেহ কেহ বলেন, পুণ্ড,নগরের কোন কোন অংশে গুড়ের খুব কারবার হইত, সেইজন্ত গুড়ের নাম হইতে সেই অংশের গৌড় নাম হয় । বাস্তবিক গৌড় প্রথমতং পুণ্ড,বদ্ধনের একাংশ ছিল । গঙ্গার যে পারে পুণ্ড,নগরের অবস্থান, আদিম গৌড়, হয়ত, গঙ্গার সেই পারেই ছিল । পরে তাহী গঙ্গার অপর পারে নিৰ্ম্মিত হয়। * কোন সময়ে কালিনী দিয়া গঙ্গাস্রোত প্রবাহিত হইত। পালরাজগণের সময় এই কালিন্দীগঙ্গানদীতীরে গৌড়ের অবস্থান ছিল। পিছলী গঙ্গারামপুরের উচ্চ ভূখণ্ডেই গৌড় নগর বর্তমান ছিল। রাজমহল হইতে মালদহ আসিবার কালে অমৃতির পরেই যে উচ্চভূখণ্ডের মধ্য দিয়া আসিতে হয়, তাহাই এই প্রাচীন গৌড়ের একাংশ । সেন-রাজগণের সময় গঙ্গার সহিত গৌড় অনেক দূর সরিয়া গিয়াছিল। মুসলমানের গৌড় নগরের উৎপত্তি সম্বন্ধে এক অদ্ভূত ইতিহাস লিখিয়া গিয়াছেন। উহাদের বর্ণিত বিবরণ এই –হিন্দুস্থানের রাজা ফিরোজ রায়, রোস্তম দস্তান কর্তৃক পরাজিত হইয়া, ত্রিহুতে পলায়ন করেন। এই রোস্তুম দস্তান মুসলমানদিগের আদর্শ বীর। ইনি পারস্ত দেশের জাবুলিস্তানের শাসনকৰ্ত্তা ছিলেন। কয়ানীয়-বংশীয় বাহমন রাজার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিয়া মারা যান। যাহাহউক, পরাজিত ফিরোজ রায় ঝাড়খণ্ড ও গণ্ড ওয়ার পর্বতে পলাইয়া যান। সেখানে তাহার মৃত্যু 矿 * খৃষ্টীয় ষষ্ঠ শতাব্দী পৰ্য্যস্ত নানাগ্রস্থে পুণ্ড রাজ্যের নাম পাওয়া যায়, গৌড়ের নাম क९ि झुष्ट श्झ ।