পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

어e গৌড়ের ইতিহাস আদিত্যশূর কর্ণসুবর্ণের নিকটস্থ সিংহেশ্বরে রাজত্ব করিয়াছিলেন। আদিত্য শূরের রাজ্যে যে সমস্ত বিদেশীয় কায়স্থ আসিয়া বাস করেন, তাহাদিগের হইতে উত্তররাষ্ট্ৰীয় কায়স্থগণের উদ্ভব হয় । আইন-ইআকবরীর মতানুসারে আদিত্যশূর-বংশীয়গণের নাম ও রাজত্বকাল এস্থলে প্রদত্ত হইতেছে — রাজা রাজত্বকাল আদিত্যশুর . . . ৭৫ বৎসর যামিনীভাতু - - - o w ws as) অনিরুদ্ধ - - . . . * * , প্রতাপরুদ্র . . . * * * wd a ভবদত্ত - * & & и ట్రాసి রেফদত্ত বা । রেকদত্ত " ు: গিরিধর e so o 球 ° bro 。 পৃথ্বীধর 姆 够 甲 в 8 а بيايي ,, সৃষ্টিধর * * * ... ( tz „ প্রভাকর * а в *r = * లని , জয়ধর * а в 哆 娜 感 ২৩ , ৭ ১৪ বৎসর এই এগার জন রাজা মোট ৭১৪ বৎসর রাজত্ব করেন । রাজত্বকালের দীর্ঘতায়, আইন-ই-আকবরীর বর্ণনায় অস্থাস্থাপন করা যায় না । কুলাচার্যাদিগের গ্রন্থে শুর-বংশীয় কবিশূর, মাধবশুর, আদিশূর, ভূশুর, ক্ষিতিপূর, ধরাশূর, প্রহ্মপূর, বরেন্দ্রশূর ও অনুশুর—এই নয়জন রাজার নাম আছে। রাঢ়ীয় কুলমঞ্জরীর মতে আদিশূর, ভূশুর