পাতা:গৌতমীয়-তন্ত্রম্‌.djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঙ্গে ভমীয়তন্ত্রম \రిస్ట్ర অথ মুদ্রাং প্রদর্শ্যাথ অগ্নিসংস্কারমাচরেৎ । মোদনাৎ সৰ্ব্বদেবানাং দ্রাবণাৎ পাপসস্তুতেঃ । মুদ্রাস্তাঃ কথিতাঃ সদ্ভির্দেবসন্নিধ্যদায়িকাঃ ॥ ১৬১ ৷ গৌতম উবাচ । ভগবন্মে ত্বয়া মুদ্রা স্বচিত ন প্রকাশিতঃ। কথং বিরচনং তাসাং কারুণ্যাক্রহি মে গুরেী ॥ ১৬২ ৷ নারদ উবাচ । কনিষ্ঠাঙ্গুষ্ঠকো সত্তে করয়োরিতরেতরম্। তর্জনীমধ্যমানামাঃ সংহত ভুগ্নবর্জিতা: ॥ ১৬৩ ৷ মুজৈষা গালিনী প্রোক্ত শস্ত গোপালপূজনে। বনমালাভিনয়বৎ করাভ্যামাগলাদধঃ ॥ ১৬৪ ৷ জানুপৰ্য্যন্তমিত্যেষ মুদ্র স্তাদ্বনমালিকা । ওষ্ঠে বামকরাঙ্গুষ্ঠেী লগ্নস্তস্ত কনিষ্ঠক ৷৷ ১৬৫ ৷ অনন্তর মুদ্রা প্রদর্শন করিয়া অগ্নিসংস্কার করিবে । ৰাহা দ্বারা সকল দেবতার মোদন ও পাপসমূহের দ্রাবণ হয়, দেবসন্নিধিকারক সেই ক্রিয়াবিশেষের নামই মুদ্রা। ১৬১ ৷ গৌতম বলিলেন,—ভগবন, আপনি মুদ্রার বিষয় স্বচন। করিয়াছেন বটে, কিন্তু উহার রচনার প্রণালী বলেন নাই । অনুগ্রহ পূৰ্ব্বক সেই বিষয়টি বলুন ॥ ১৬২ ৷ নারদ বলিলেন,—সরল বাম করতলে দক্ষিণ হস্তের তজ্জনী, মধ্যম ও অনামিকা এবং দক্ষিণ করতলে বাম হস্তের তর্জনী মধ্যম ও অনামিকা স্থাপন করিয়া বামাঙ্গুষ্ঠের সহিত দক্ষিণকনিষ্ঠাগ্র এবং দক্ষিণ অঙ্গুষ্ঠাগ্রের সহিত ৰাম-কনিষ্ঠাগ্র যোগ