পাতা:গৌতমীয়-তন্ত্রম্‌.djvu/২৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৭৮ গৌতমীয়তন্ত্রম অংসালম্বিতবীমকুণ্ডলধরং মন্দোল্লসংক্রতলং, কিঞ্চিৎকুঞ্চিতকোমলাধরপুটং সচিপ্রসারেক্ষণম্। আলোলাঙ্গুলিপল্পবৈমুরলিকামপূরয়স্তং মুদ, মূলে কল্পতরোন্ত্রিভঙ্গললিতং ধ্যাস্লেজগন্মোহনম্ ॥ ৪৯ ৷ এবং ধ্যাত্বা জপেষ্মন্ত্রং শ্রদ্ধয়া দশলক্ষকম্। তদশাংশেন জুহুস্থাৎ পায়সৈরথবাম্বুজৈ ॥ ৫• ॥ দশক্ষিরোদিতে পীঠে পূজয়েন্তদ্বিধানতঃ । প্রয়োগানপি সৰ্ব্বত্র তদুক্তেনাপি করিয়েৎ ॥ ৫১ ॥ অথবা বালকৃষ্ণঞ্চ নীলেন্দীবরসন্নিভম্। রত্নাভরণসংদীপ্তং দ্বিভূজং নীলকুন্তলম্ ॥ ৫২ ॥ পায়সং নবনীতঞ্চ করাভ্যাং দধতং স্মরেৎ । লক্ষমেকং জপেষ্মন্ত্ৰং পায়সৈর্হোময়েৎ গুভৈঃ ॥ ৪৩ ৷ বামদিকস্থ কুণ্ডল স্কন্ধদেশে আলম্বিত হইয়া পড়িয়াছে। ক্রতল মৃত্যুমন্দ উল্লসিত হইতেছে। কোমল অধরযুগল কিঞ্চিৎ কুঞ্চিত হইয়াছে। লোচনযুগল সাচিপ্রসারিত এবং কল্পতরুর মূলে ত্ৰিভঙ্গললিত মূৰ্ত্তিতে অধিষ্ঠিত হইয়৷ চঞ্চল অঙ্গুলিপল্লব দ্বারা মুৱলিক পূর্ণ করিতেছেন । তদর্শনে সমুদায় জগৎ মোছিত হইয়াছে। এইরূপে ভগবানের ধ্যান করিয়া দশলক্ষ মন্ত্র জপ ও জপের দশাংশ পায়স অথবা পদ্ম দ্বারা হোম এবং দশাক্ষরপীঠে যথাবিধানে পূজা ও সৰ্ব্বক্স তদ্ভূক্ত প্রয়োগ সমস্ত সম্পাদন করিবে । অথবা বালকরূপী কৃষ্ণের ধ্যান করিবে । তিনি নীল ইন্ধীবরের সদৃশ, তাহার ভুজন্বয় রত্নালঙ্কারে সন্দীপিত। তাহার কুওল রত্নমণ্ডিত এবং তাহার হস্তে পায়স ও নবনীত । একলক্ষ মন্ত্র জপ করিয়া পবিত্র পায়সে দশাংশ হোম করিতে হুইবে ॥ ৪৯-৫৩।