পাতা:গৌতমীয়-তন্ত্রম্‌.djvu/৩১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\5Y «, গৌতম\যুতন্ত্রম কামান্তঞ্চ রমণ বীজং সংপ্রোভেল মন্ত্রনায়কঃ . সিদ্ধগোপালমন্ত্রোইয়ং সৰ্ব্বসিদ্ধিপ্রদে নৃপাম্। বাজৈ পদৈশ্চ পঞ্চাঙ্গং কৃত্ব ধ্যায়েদখাচু্যতম্ ॥ ৪৯ ॥ পক্ষিরাজকৃতচ্ছায়েী সুরক্রমতলাসিনেী । শখেদুমরুতভাসে দধুখপায়ুসাশিনে ॥ ৫০। অলকৈরাবৃতমুশে গ্রহযুক্তে যথা বিধু। নানালঙ্কারমুম্ভগেী কৌস্তুভাযুক্তকন্ধরেী ॥ ৫১ ৷ তারহারাবলীরমে সৰ্ব্বাশ্চৰ্য্যময়ে শিশু। ত্ৰৈলোক্যশরণীে শ্ৰীমদ্রামকৃষ্ণে স্মৱন জপেৎ ॥ ৭২ ৷ লক্ষকেকং মকুবরং দশাংশং শ্ৰীফলৈহু নেৎ । হোমান্তে বিধিবদ্মন্ত্রী শেষমন্তৎ সমাপয়েৎ ॥ ৫৩ ৷ দশক্ষিরোদিতে পীঠে বক্ষ্যমাণেন পূজয়েৎ । ষড়ঙ্গং কেশরে যদ্ব দিগীশান প্রহরানপি ॥ ৫৪ ৷ বিস্তাদ করিতে হইবে মর্থাৎ ও ঐং হ্ল ক্লীং শ্ৰীকৃষ্ণায় গোবিদায় গোপীজনবল্লভায় ক্লীং শ্ৰীং, ইহার নাম সিদ্ধগোপাল মন্ত্র, এই মন্ত্ৰ সৰ্ব্বসিদ্ধি প্রদান করে । বীজ ও পদ দ্বারা পঞ্চ অঙ্গ কল্পনা করিয়া পরে অচ্যুতের ধ্যান করিবে। পক্ষিরাজ গরুড় উভয়কে ছায়া করিয়া আছে, উভয়ে কল্পবৃক্ষতলে উপবেশন করিয়া আছেন, উভয়ে শঙ্খ ও মরকতের স্তায় দীপ্তিশালী, উভয়ে দধি ও পায়স ভক্ষণ করিতেছেন, উভয়ের মুখ অলকে আচ্ছাদিত, ভদ্বার গ্রহযুক্ত চন্দ্রের ন্যায় শোভা পাইতেছেন, উভয়েই নানাপ্রকার অলঙ্কারসংসর্গে পরম সৌন্দৰ্য্যসম্পন্ন, উভয়ের কন্ধরায় কৌস্তভ বিরাজমান, উভয়ে তারহারগুচ্ছ সহযোগে পরম রমণীয়, উভয়েই সৰ্ব্বাশ্চর্যময়, উভয়েই শিশু,—এইরূপে ত্ৰৈলোক্যশরণ শ্ৰীমান