পাতা:গৌতমীয়-তন্ত্রম্‌.djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গৌতমীয়তন্ত্রম bياس( শালগ্রামশিলাতোয়মপীত্ব যস্ত মস্তকে । প্রক্ষেপণং প্রকুরুতে ব্ৰহ্মহা স নিগদ্যতে ॥ ৬৩ ৷ বিষ্ণুপাদোদকাৎ পূৰ্ব্বং বিপ্রপাদোদকং পিবেৎ। বিরুদ্ধমাচরন মোহাদাত্মহা স ভু গদ্যতে ॥ ৬৪ ৷ পৃথিব্যাং যানি তীর্থানি তানি তীর্থানি সাগরে । সাগরে যানি তীর্থানি পদে বি প্রস্ত দক্ষিণে । ( সসাগরাণি তীর্থানি পদে বিপ্রস্ত দক্ষিণে ) ॥ ৬৫ ॥ ততঃ সংক্ষেপতো দেবান মনুষ্যা"পয়েৎ পিতৃন । পীড়য়িত্বাম্বরং তোয় প্রক্ষাল্যাচম্য বাগ যতঃ ॥ ৬৬ ৷ ধরিয়েদ্বাসসী গুদ্ধে পরিধীনোত্তরীয়কে । অচ্ছিন্নে সদৃশে শুক্লে অচিমেৎ পীঠসংস্থিতঃ ॥ ৬৭ ৷ উৰ্দ্ধপুণ্ডং চন্দনেন কৃত্বা সন্ধ্যাং সমাচরেৎ । পূৰ্ব্বস্তু কথিত সন্ধ্যা ধ্যায়েদেবাং সমাহিত ॥ ৬৮ ॥ মস্তকে নিক্ষেপ করিবে। যে ব্যক্তি শংলগ্রাম শিলার জল পান না করিয়া মস্তকে ধারণ করে, সে ব্ৰহ্মহত্য পাপে লিপ্ত হয়। বিষ্ণুপাদোদক পানের পূৰ্ব্বে বিপ্রপাদোদক পান করা কৰ্ত্তব্য । ইহার বিরুদ্ধ আচরণ করিলে, সে ব্যক্তি আত্মঘাতীর মধ্যে গণ্য হয় । পৃথিবীতে যত তীর্থ আছে, এক সাগরে সে সকলই আছে, আবার সাগরের সহিত সনস্ত তীর্থই ব্রাহ্মণের দক্ষিণপাদে অবস্থিত ॥ ৫৬-৬৫ ॥ তদনন্তর সংক্ষেপে দেবতা, মনুষ্য ও পিতৃগণের তর্পণ কর। কৰ্ত্তব্য। পরে আর্ক্সবাস পরিত্যাগ পূর্বক ধৌত শুক্ষবস্ত্র ও উত্তরীয় ধারণ করিয়া আসনে উপবিষ্ট হইবে ।