পাতা:গৌতমীয়-তন্ত্রম্‌.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సెe গৌতমীয়তন্ত্রম দীপং বলিঞ্চ নৈবেদ্যং সুন্দরং পুরতে স্থসেৎ । স্ববাসিতাঙ্গুসংপূর্ণ বামে কুম্ভং সুশোভন ॥ ২• ॥ পৃষ্ঠদেশে পাত্রমেক করক্ষালনায় সংন্তসেৎ । পদ্মাসনং স্বস্তিকম্ব আচাৰ্য্যে। বিধিনা বিশেৎ ॥ ২১ ॥ উরোরুপরি বিস্তস্ত সম্যকৃ পদতলে উভে । পদ্মাসনমিদং প্রোক্তং ষোগিনে হৃদয়ঙ্গমম্ ॥ ২২ ॥ জানূৰ্ব্বোরস্তরে কৃত্ব সম্যক পদতলে উভে। ঋজুকায়ো বিশেদ্বযোগী স্বস্তিক তৎ প্রচক্ষ্যতে ॥ ২৩ ৷ মঙ্গলাকুরপত্রাণি চতুৰ্দিক্ষ নিবেশয়েৎ । আশীৰ্ব্বাগভিন্ধিজাতীনাং বৈষ্ণবং যাগমারভেৎ ॥ ২৪ ॥ করিবে । -গন্ধপুষ্পাদি নিজ দক্ষিণে রক্ষা করিবে । দীপ, বলি ও নৈবেদ্য দেবতার সম্মুখেই স্থাপিত হওয়া উচিত । বামভাগে মুবাসিত জলপূর্ণ কলসী এবং পৃষ্ঠদেশে হস্তপ্রক্ষালনার্থ পাত্র স্থাপন কৱিবে । আসনের মধ্যে পদ্মাসন বা স্বস্তিকাসনই প্রশস্ত। উরুদ্বয়ের উপরিভাগে উভয় পদতল স্থাপন করির অবস্থানের নাম পদ্মাসন। এই পদ্মাসন যোগিগণের অত্যন্ত প্রিয় । জামু ও উরুর মধ্যে পদতল স্থাপন পূর্বক সরলকায়ে উপবেশনই স্বস্তিকসন। এই দুই আসনের মধ্যে যে কোন একটি আসনে উপবেশন করিয়া চতুদ্ধিকে মাঙ্গলিক পাত্ৰসকল স্থাপন করিবে। পরে দ্বিজগণের আশীৰ্ব্বাদ গ্রহণ করিয়া বৈষ্ণবযাগ আরম্ভ করিবে : ১৯r= ২৪ |