পাতা:চণ্ডকৌশিক (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२ চণ্ডকৌশিক । আয়ত সন্মুখ পদ ভয়ে আকুঞ্চিত করি’ শরীরাদ্ধ লয় আকৰ্ষিয়ী ; শ্বাসের আধিক্য-হেতু ওষ্ঠ-প্রাস্ত-গহভর হয়েছে বিদীর্ণ ; 登 তা-হতে মৃণালাকুর খলত হইয়া পড়ি’ হতেছে বিকীর্ণ। লজ্জা পরিত্যাগ করি’ হয়ে অপ্রতিভানন নিজ দংষ্ট্র তোমারে গো - করে যেন সমর্পণ ॥ রাজা – বাণ ছুড়িয়া নিকটে গিয়া চারিদিকে অবলোকন করত সবিস্ময়ে ) একি হল ! বরাহটা চলে গেলে পর আমি যে অসময়ে বাণটা ছাড় লেম । ক্ষণে অস্তহিত হয়, ক্ষণে নেত্র-স্বগোচর ; ক্ষণে যায় দূরে চলি, ক্ষণে সে নিকটতর ; সম্মুখ পশ্চাৎ পার্শ্বে চারিদিকে মুহুমুহু করিছে ভ্রমণ । বিদ্যুৎ-চপল ও যে কেমনে গে। লক্ষ্য ওরে করে মোর মন ? (নিপুণরূপে অবলোকন করিয়া, দূর হতে দেখিয়া সানন্মে ) একি ! এই অরণ্য অতিক্রম করে পরিষ্কৃত ভূমিতে যে উঠে পড়ল । সারথি ! সারথি । অশ্বদের শীঘ্ৰ চালাও, দেখ আবার কোথায় এখন যাচ্চে । সারথি – রথ-চালন ) মহারাজ ! দেখুন, দেখুন !