পাতা:চণ্ডকৌশিক (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডকৌশিক । 8? তাবৎ-শোনরে বলি— কিছুতেই মোর ক্রোধ হবে না শমিত ॥ - ( দেখিয় সবিস্ময়ে ) এই যে, সেই দুরাত্মা— অথবা মহাত্মা—এইখানেই উপস্থিত । আচ্ছ, এইবার নিকটে যাই । ( তথা করিয়া সক্রোধে ) আঃ! এখনও আমার স্ববর্ণ দক্ষিণাটা পেলেম না ? রাজা –( সভয়ে ) এ কি ! মহর্ষি কৌশিক যে ! মহর্ষি ! অভিবাদন করি । 确 কে – সক্রোধে ) ধিক্ অনাৰ্য্য ! কি ?—এখনও অলীক মিষ্ট কথায় আমাকে বঞ্চনা করতে চালু ? রাজা –( হাতে কান ঢাকিয় ) মহর্ষি ! মার্জন করুন ! মার্জন করুন ! কে – সক্রোধে ) রে দুরাত্মন! তুই কেবল অলীক দান করে” আপনার পৌরুষ প্রকাশ করেচিস ?—রোসূ—রোস । পূর্ণ হটলেও মাস । দক্ষিণ অামারে তুই नां कब्रिकि लॉन । শুদ্ধ মিষ্ট বাক্য লয়ে হষ্টয়াচিস তুই এবে cङ्थां श्रशिéॉन ? প্রতিশ্রুত ধন তুই না করিলি দান মোরে, হ’ল তাই ক্রোধ মোর পুনঃ প্রজ্জলিত ; ঘোর শাপানল মোর হইয়া বিমুক্ত এবে এখনিরে তোর পরে হবে নিপতিত ॥ ( শাপ-জল গ্রহণ ) রাজা –(সতরে পদতলে পতিত হইয়া ) মহৰি! প্রসন্ন হোন, প্রসন্ন হোন, মার্জন করুন, মার্জন করুন ! -