পাতা:চণ্ডকৌশিক (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8翰 চণ্ডকৌশিক । বৃষ্টি-ধারা-বিন্দু যথা তৃণাগ্রে তরল —ত্যজিয়াছে লক্ষ্মী মোরে হইয়া চপল । সখীরাও ত্যজিয়াছে । অশ্রুসিক্ত করুণ আননে, श्रांझे नांदे मांसूनां ८डा প্রজাদেরো আশ্বাস-বচনে । দারী-পুত্র এবে দেখ করিতেছে নিজেরে বিক্রয় —ইহা দেখি তবু তো গো না ফাটিল এ ক্রুর হৃদয় ; তাই মনে ভাবি, ইহা বজ্ৰ-সারে গঠিত নিশ্চয় ॥ শৈ —( আকাশে কর্ণপাত করিয়া ) আপনারা কি বলচেন ? কি নিয়মে আমি কাজ করব—এই জিজ্ঞাসা করচেন ? পর-পুরুষের ভজন, আর পরোচ্ছিষ্ট ভোজন—এই দুইটি করতে পারব না, এ ছাড়া আর সব কাজই করব ;–এই আমার নিয়ম । কি বলচেন ? কে আমাকে এই নিয়মে ক্রয় করবে—এই কথা বলচেন ? তবে যান, আপনাদের তা হলে আমাকে নিয়ে কোন কাজ হবে না । আচ্ছ, কোনও দ্বিজবর দীন-বৎসল সাধু সজ্জন আমাকে বোধ হয় ক্রয় করবেন । উপাধ্যায় ও বটুর প্রবেশ । উপ –বৎস কোণ্ডিত ! সত্যই কি বাজারে দাসী বিক্রয় হচ্চে ? বটু —আমি কি উপাধ্যায় মহাশয়কে মিথ্যা কথা বলচি ? - উপা –আচ্ছ। তবে সেইখানেই বাওয়া যাক ।