পাতা:চণ্ডকৌশিক (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চওকৌশিক । ae. শীঘ্র গিয়ে তার শুদ্ধ কম্বলটি হস্তগত করগে । আমি এখন প্রভুর কাছে যাচ্চি । ( প্রস্থান ) ब्रांछ !-(*द्रिजभ१ ) নেপথ্যে —যাদ্ধরে । বাছারে! তুই কোথায় গেলিয়ে ?—উত্তর দে । রাজা –( শুনিয়া সকরুণ ভাবে ) ওহোহোঁ ! কি দারুণ বিলাপ ! বিহ্বলভাবে শৈব্যার প্রবেশ । শৈব্যা – বাঘরে । বাছারে! তুই কোথায় গেলিরে ?—উত্তর দে । পিতার মত তুইও কি এই হতভাগিনীকে ত্যাগ করে গেলি ? এই কি তোর উচিত ? ( মূৰ্ছা ) * রাজা –( গুনিয়া দেখিয়া বিহবলভাবে ) কি ?—এ হতভাগিনীও স্বামীপরিত্যক্ত ? অহো ! সৰ্ব্বত্র সৰ্ব্ব-প্রকারেই হতবিধির নির্দয়ত ! শৈব্যা –(ব্যস্তসমস্ত হইয়া উঠিয়া) সে কি এইখানে আছে ?—কোথায় গেল আমার বাছ ? ( দেখিয়া পরিক্রমণ করিয়া ) কেন রে বাছা আমার সঙ্গে কথা কচ্চিমূ নে ? আমি এখানে একাকিনী, আমার বড় ভয় কচ্চে। দেখচিস্ নে, এ একটা মহাশ্মশান ? ( উন্মাদসহকারে ) কি বলচিস্ ? উপাধ্যায়ের জন্য ফুল তুলতে গিয়ে কোটর থেকে বেরিয়ে একটা কাল-সাপে কামড়েচে ? ( সভয়ে ) কোথায় সেই কাল-সাপ ?—আমাকে কেন কামড়ায় না ? ( চারিদিকে অবলোকন করিয়া ) মিথ্যে কথা, মিথ্যে কথা ।—কোথায় এখানে কাল-সাপ ? : উপবেশন করিয়া করুণভাবে ) ওঠ রে যান্থ ওঠ ! উপাধ্যায়ের অচ্ছিন্ন বিল্বপত্রগুলি নিয়ে আর । তার হোমের সময় পেরিয়ে যাচ্চে-সকল ব্রহ্মচারীদেরই ফিরে আস্বার এই সময় । কি – উঠাইতে উদ্যত হইয়া আবেগ-সহকারে) তবে কি তুই