পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চন্দ্রনাথ প্রথম পরিচ্ছেদ চন্দ্রনাথের পিতৃ-শ্রাদ্ধের ঠিক পূর্বের দিন কি একটা কক্ষ লইয়া তাহার খুড়া মণিশঙ্কর মুখোপাধ্যায়ের সহিত গুহার মনীন্তণ হইয়া গেল। তাহার ফল এই হইল যে, পরদিন মণিশঙ্কর উপস্থি৫ থাকিয় তাহার অগ্রজের পারলৌকিক সমস্ত কাজের তত্ত্বাবধান করিলেন, কিন্তু একবিন্দু আহাৰ্য স্পর্শ করিলেন না, জিম্বা নিজের বাটীর কাহাকেও স্পর্শ করিতে দিলেন না। ব্রাহ্মণ-ভোমেন্তে চন্দ্রনাথ করষোড়ে কছিল, কাক, দোষ করি, অপরাধ করি, স্থাপ: আমার পিতৃতুল্য, আমি আপনার ছেলের মতো—এন্ধীর মার্জন করুন । পিতৃতুল্য মণিশঙ্কর উত্তরে বুলিলেন, বাবা, তোমরা কলকাপ্তাঙ্ক থেকে বি-এ, এম-এ পাশ করে বিদ্বান ও বুদ্ধিমান হয়েছ, জামরা কিন্তু সেকেলে মূৰ্খ, আমাদের সঙ্গে তোমাদের মিশ খাম্বে না। এই দুধ না কেন, শাস্ত্রকারেরাই বলেছেন, যেমন গোড়া কেটে জাগ জল ঢাল । . .