পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లి ষোড়শ পরিচ্ছেদ দেখাইয়া দিল। চন্দ্রনাথ একেবারে ভিতরে প্রবেশ করিল। সম্মুখে । কাহাকেও দেখিতে পাইল না, শুধু মুনীর হৃষ্ট-পুষ্ট-দেহ একটি শিশু ঘরের বারান্দায় বসিয়া একখালা জল লইয়া সৰ্ব্বাঙ্গে মাখিতেছিল এবং মাঝে মাঝে পরম পরিতোষের সহিত দেখিতেছিল, তাহার কচি মুখখানির কাল ছায়া কেমন করিয়ার্কাপিয়ার্কাপিয় তাহার সহিত সহাস্তে পরিহাস করিতেছিল। চন্দ্রনাথ তাহাকে একেবারে বুকে তুলিয়া লইয়া ঘরের মধ্যে প্রবেশ করিল। শিশু বিস্ময় বা ভয়ের চিহ্ন প্রকাশ করিল না। দেখিলে বোধ হয়, অপরিচিত লোকের ক্রোড়ে যাওয়া তাহার কাছে নূতন নহে। সে চন্দ্রনাথের নাকের উপর কচি হাতখানি রাখিয়া, মুখপানে চাহিয়া বলিল, তুমি কে ? • . চন্দ্রনাথ গভীর স্নেহে তাহার মুখচুম্বন করিয়া বলিল, আমি বাবা। - বাবা ? ই বাবা, छूमि কে ? আমি বিভু ! চন্দ্রনাথ ঘড়ি-চেন বুক হইতে খুলিয়া লইয়া তাহার গলায় পরাইয়া লি, পকেট হইতে চুরি, পেন্সিল, মণিৰাগ বা পাইল, ठांशंदे श्रूजङ्ग श्रख सबिया क्रिण ? शंtउद्र कांटझ् जांद्र किङ्करें খুলি পাইল না বাহা পুত্ৰ হন্তে তুলিয়া দেওয়া যায়। ৰিও অনেকগুলি স্ত্র্য হাতের মধ্যে পাইয় পুলকিত হইয়া o: - হদি, বাবা!