পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6. * , দ্বিতীয় পরিচ্ছেদ হরিয়াল কহিল, ইনি বামুনঠাকুরুণ। কোন আত্মীয় ? F || তবে এদের কোথায় পেলেন । হরিদয়াল কহিলেন, সে অনেক কথা ! তবে সংক্ষেপে বলতে হলে ইনি প্রায় তিন বৎসর হল স্বামী এবং ওই মেয়েটিকে নিয়ে তীর্থ করতে আসেন। কাশীতে স্বামীর মৃত্যু হয়। দেশেও এমন কোন আত্মীয় নেই যে ফিরে যান। তার পর ত দেখছ। আপনি পেলেন কিরূপে ? মণিকর্ণিকার ঘাটের কাছে মেয়েটি ভিক্ষে করছিল। চন্দ্রনাথ একটু চিন্তা করিয়া কহিল, কোথায় বাড়ি জানেনকি ? ঠিক জানি না। নবদ্বীপের নিকট কোন একট। গ্রামে । দ্বিতীম্ন পরিচ্ছেদ দিন-দুই পরে আহারে বসিয়া চন্দ্রনাথ বামুনঠাকুরুণের মুখের পানে চাহিয়া সহসা জিজ্ঞাসা করিল, আপনারা কোনু শ্রেণী ? - বামুনঠাকৃরুশের মুখখানি বিবর্ণ হইয়া গেল। এ প্রশ্নের হেতু তিনি বুঝিলেন। কিন্তু যেন শুনিতে পান নাই এই ভাবে তাড়াতাড়ি দাড়াইয়া বলিলেন, যাই দুধ জানি গে। ছধের জন্য অত তাড়াতাড়ি ছিল না। ভাবিবার জঙ্গ তিনি