পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় পরিচ্ছেদ ইহার তিন-চারি দিন পরে, একদিন প্রভাতে চন্দ্রনাথ বেশ করিয়া সরযুকে দেখিয়া লইল। মনে হইল এত রূপ আর জগতে নাই। রান্নাঘরে বসিয়া সরযু তরকারী কুটিতেছিল। সেখানে অপর কেহ ছিল না । জননী গঙ্গা-স্নানে গিয়াছিলেন, এবং হরিদরাল যথানিয়মে যাত্রীর অন্বেষণে বাহির হইয়াছিলেন। চন্দ্রনাথ নিকটে আসিয়া দাড়াইল। ডাকিল, সরযু! সরযু চমকিত হইল। জড়সড় হইয়া বলিল, আজ্ঞে। তুমি রাখতে পারো ? সরযু মাথা নাড়িয়া কহিল, পারি। কি কি রণধতে শিখেছ ? *५_ সরযু চুপ করিয়া রহিল, কেন না পরিচয় দিতে হইলে অনেক কথা কহিতে হয় । চন্দ্রনাথ মনের ভাবটা বুঝিতে পারিল, তাই অন্ত প্রশ্ন করিল, তোমার মা ও তুমি দুজনেই এখানে কাজ কর । সরযু ঘাড় নাড়িয়া বলিল, করি। তুমি কত মাইনে পাও? মা পান, আমি পাই নে। আমি শুধু খেতে পাই। খেতে পেলেই তুমি কাজ কর । সরযু চুপ করিয়া রছিল। - চন্দ্রনাথ কছিল, মনে কর, আমি যদি খেতে দিই তা হলে আমারও কাজ কর । সরযু ধীরে ধীরে বলিল, মাকে জিজ্ঞাসা কয়ূৰ ।