পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চন্দ্রনাথ $w আমি যদি তোমাকে না দেখতুম, যদি বিয়ে না করতুম, এতদিন । তুমি কার কাছে থাকৃতে, বলত ? ... & সরযু জবাব দিত না ; সূড়য়ে স্বামীর বুকের কাছে সরিয়া স্থাপিতৃ চন্দ্রনাং সরেছে তাহার মাথার উপর হাত রাখতেন। নে সাঁচস দিয়া মনে মনে বলিতেন, ভয় কি ! * সূৰ্ব আরও কাছে সরিয়া আসি এ সব কথায় সত্যই সে বড় ভয় পাইত। চন্দ্রনাথ তাহ বুঝিতে পারিয়াই যেন তত্বকে বুকের কাছে টানিয়া লইয়া বলিতেন, তা নয় সরযু, তা নয়। ভূমি ছঃীর ঘরে গিয়ে কেন জন্মছিলে, জানি নে ; কিন্তু ভূমিই স্নায়ার জন্ম-জন্মান্তরের পতিব্ৰত স্ত্রী ! তুমি সংসারের যে-কোনে জায়গায় হলে টান দিলে আমায় যেতে হত। তোমার আকর্ষণেই সে জমি কাশী গিয়েছিলুম সরযু ! এই সময় তাহার হৃদয়ের ভিতর দিয়া যে ভাবের স্রোত বহিয়: যাইত, মল্লযুর সমস্ত মেছ, প্রেম, যন্ত্র, ভক্তি এক করিলেও বোধ করি, ভুগের তুলনা হইত না । কিন্তু তৎসত্ত্বেও দুঃখীকে জয় করিয়া যে গৰ্ব্ব, যে তৃপ্তি বালিকা সরযুকে বিবাহ করিবার সময় ; : একদিন আত্ম-প্রসাদের ছয়-বেশে চন্দ্রনাথের নিভৃত অস্তরে প্রবেশ কম্বিয়াছিল, এখন শত চেষ্টাতেও চন্দ্রনাথ তাছার সম্পূর্ণ উচ্ছেদ করিতে পারেন।স্বদয়ের অজ্ঞাত অন্ধকার কোণে আজও সে ব: ধারিা আছে। তাই যখনই স্ট্রে দাখা তুলিয়া উঠিছে চায়, তখনই চন্দ্রনাথ সরকে বুকে চাপিয়া ধরিয়া বার বা বলিতে থাকে, আমি ইন্দু জাৰ্ম্ম ই সরস্থ ষাকে চিরদিন দেখে এসেচ, তাকে ক্ষে