পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চজনাৰ • হরকালীও আজ বাট নাই। -সরস্তু তখন সাহসে ভর করিয়া ধীরে ধীরে স্বামীর পড়িবার স্বরে আসিয়া প্রবেশ করিল। বিশেষ গ্রয়োজন না থাকিলে এ ঘরটিতে কেহ প্রবেশ করিত না। সরযুও না। চন্দ্রনাথ বই হইতে মুখ ভুলিয়া বলিলেন, আজ বুঝি তোমার সই জালে নি ? न। তাই বুঝি আমাকে মনে পড়েছে । সরযু ঈষৎ হাসিল। ভাবট এই যে, মনে সৰ্ব্বদাই পড়ে, কিন্তু সাহসে কুলায় না। সরযু বলিল, জলের জন্ত বোধ হয় আসতে পারেননি। বোধ হয় তা নয়। আজ কাকার ছোটমেয়ে নিৰ্ম্মলাকে আশীৰ্ব্বাদ করতে এসেছে। শিঘ্রই বিয়ে হবে। তারই আয়োজনে "দিদি বোধ হয় মেতেছেন। o স্রষ্ণু বলিল, বোধ হয়। ... " তাছার পর চজনাখ কিছুক্ষণ চুপ করিয়া থাকির কছিলেন, ছঃখ হয় যে, আমরা একেবারে পর হয়ে গেছি—মামিমা কোথায় ? তিনিও বোধ হয় সেইখানে। - চন্দ্রনাথ চুপ করিয়া কি ভাবিতে লাগিলেন। - সরস্তু ধীরে ধীরে কাছে আসিয়া একপাশে বসিয়া পড়িয়া বলিল, কি ভাবচ, বল না। . . . * - . চন্দ্রনাথ একবার হাসিবার চেষ্টা করিা সরযুৰ হাতখাৰি নিজে হাতের মধ্যে টানিয়া লইয়া আস্তে জান্তে বললেন, বিশেষ