পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

త; -. -- অষ্টম পরিচ্ছেদ - Tকৈলাস বলিলেন, বাঁৰাজী, কথাটা তা হ’লে রাখবে না ? * - হরিয়াল বলিঙ্গন, পাগলের কথা রাখতে গেলে পাগল হওয়া *मब्रकांग्न ! - . কৈলাস চুপ করির রছিলেন, হরিয়াল বাহির হইয়া গেলেন। কৈলাস দাবার পুটুলিট টানিয়া লইয়া গ্রন্থি বাধিতে বাধিতে মনে মনে ভাবিলেন, বোধ করি ওর কথাই ঠিক। আমার পরামর্শ হয়ত সংসারে সত্যই চলে না। মানুষ মরিলে লোকাভাব হইলে কেহ কেহ ডাকিতে আসে-দা করিতে হইবে। রোগ হইলে ডাকিতে আসে-গুশ্ৰুষা করিতে হইবে, আর সতরঞ্চ খেলিতে আসে। কই, এত বয়স হইল কেহ ত কখন পরামর্শ করিতে । আসে নাই । - - কিন্তু অনেক রাত্রি পর্যন্ত ভাবিয়াও তিনি স্থির কৱি: | পাক্সিলেন না-কেন এই স্বর্ঘ্যের আলোর মত পরিষ্কার এবং । ক্ষটিকের মত স্বচ্ছ জিনিষটা লোক-গ্রাহ হয় না, কে এই সংঙ্গ । গদা পালটা সংসারের লোক বুধিয়া উঠিতে পারে না! . . tगरें ब्रांजरे इब्रिजज्वांण श्रानक डिांब्र श्रृंद्र मन श्ञि कङ्गि চন্দ্রনাথের গুড়ো মণিশঙ্করকে পত্র লিখিয়া দিলেন যে চন্দ্রনাথ স্বেচ্ছায় এক ৰঙা-কঙ্গ বিবাহ করির ঘরে লইয়া গিয়াছেন।