পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৈলাসের আর কোন কথা কহিবার ছিল নি না, বণিতে গাব না, কিন্তু সরযু বহুক্ষণ অবধি অঞ্জ মুছিতে মুছিতে ভাবিয়া দেখিল, তাহার কোন কথাই আর বলিবার নাই। সরঘু আশ্রয় পাইল। ত্রক্কোদশ পরিচ্ছেদ শরৎকালে প্রাতা-সমীরণ যখন মিঞ্চ-মধুর সঞ্চরণে চন্দ্রনাথের কক্ষে প্রবেশ করিত, সারা রাত্রির দীর্ঘ জাগরণের পর চন্দ্রনাথ এই সমটাতে ঘুমাইয়া পড়িত। তাছার পর তপ্ত স্বৰ্য-রশ্মি জানাল দিয়া তাহার মুখের উপর, চোখের উপর পড়িত, চন্দ্রনাথের আবার ঘুম ভাঙিয়া যাইত। কিন্তু ঘুমের ঘোর কিছুতেই কাটিতে চাহিত না, পাতায় পাতায় জড়াইয়া থাকিত, তথাপি সে জোর করিয়া বিছানা ছাড়িয়া বাহিরে জাসিয়া পড়িত। সারা দিন কাজ-কৰ্ম্ম নাই, আমোদ নাই, উৎসাহ নাই, দুঃখ ক্লেশও প্রার নাই ; মুখের কামনাত সে একেবারেই ছাড়িয়া দিয়াছে। পূর্ণ কায় নদীর উপর দিয়া সন্ধ্যার দীর্ঘ ভারবাহী তরণী যেমন করিয়া এপাশ ওপাশ করি হেলিয়া ছলিয়া বাকিয়া চুরির মন্থরগমনে স্বেচ্ছামত ভাসিয়া যায়, চন্দ্রনাথের ভাবী দিনগুলাও ঠিক তেমনি করিয়া এক স্বৰ্য্যোদয় হইতে পুনঃ স্বৰ্য্যোদয় পৰ্য্যন্ত ভাসিয়া যাইতে থাকে ; সে নি:সংশয়ে বুঝিয়াছে, যে দিগন্তু প্রসারিত কাল মেৰ *হার স্বখের স্বর্ঘ্যকে জীবনের মধ্যাহেই আচ্ছাদিত করিয়াছে শ্ৰীমন্ত্রর আড়ালেই একদিন সে স্বর্ঘ্য অন্তৰ্গমন করিবে। ইহ gణా ধীনে আৰু ভাষার সাক্ষাৎ লাভ ঘটবে না। তাহার नौब्रव,