পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চন্দ্রনাথ ዓኒ” अशैौब्रांब्र मांब्र cङ्गांtफ़, gद९ दिइांनॉग्न छईग्न थांकिउ ? क्रूि যেদিন হইতে সে তাহার চঞ্চল পা দুটি চৌকাঠের বাহিরে লইয়া বাইতে শিখিয়াছে, সেদিন হইতে সে বুঝিয়াছে, দুধের চেয়ে জল ভাল এবং দ্বিধাশূন্ত হইয়া পরিষ্কার অপরিষ্কার সর্ববিধ জলপাত্রেই মুখ ভুৱাইয়া সরযুকে ফাকি দিয়া আকণ্ঠ জল খায় এবং যেদিন হইতে তাহার বিশ্বাস জন্সিয়াছে যে তাহার শুভ্ৰ, কোমল উদর এবং মুখের উপর কয়লা কিংবা ধূলার প্রলেপ দিতে পারিলেই দেহের শোভা বাড়ে, সেই দিন হইতে সে সরযুর কোল ছাড়িয়া মাটী এবং তথা হইতে কৈলাসচক্সের স্থান করিয়া লইয়াছে। সকাল-বেগ কৈলাসচন্দ্র ডাকেন, বিগু, বিপ্ত মুখ বাড়াইয়া বলে, দাছ্‌ ; শম্ভু মিশিরকে এক বাজি দিয়ে আসি, সে অমনি দাবার পুটুলিট: হাতে লইয়া তল বলিয়া দুই বাহু প্রসারিত করিয়া বুদ্ধের গলা জড়াইয়া ধরে। কৈলাসচজের জানদের সীমা থাকে না। সরযুকে ডাকিয়া বলেন, মা, বিগু আমার একদিন পাকা খেলোয়াড় হবে। সর মুখ টিপিয়া হাসে, বিণ্ড দাবার পুটুলি হাতে লইয়া বৃক্ষ কোলে বলিয়াসাৰ খেলিতে বাহির হয়। পথে যদি কেহু তামাস। করিয়া কহে, খুড়ো, বুড়ে বয়সে কি আরও দুটাে হাত গজিয়েচে : ' বৃদ্ধ একগাল হাসিয়া বলেন, বাবাজি, এ হাত দুটোতে আর জোর নেই, বড় শুকনো হয়ে গেছে , তাই দুটাে নুতন হাত বেরিয়েছে, যেন সংসারের গাছ থেকে পড়ে না বাই । তাহারা সরিয়া যায়, বুড়োর কাছে কথায় প্লারিবার যে নেই শম্ভু মিশিরের বাটতে সতরঞ্চ খেলার মধ্যে ঐানুবিশ্বেশ্বরেরও