পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্দশ পরিচ্ছেদ . כל tsकी निर्किंडे इन चांtइ। बांगांमशंभरद्रङ्ग जांश्द्र प्लेन्द्र दगिब्र, লাল রঙের কোচ ফুলাইয়া, গম্ভীরভাবে চাহিয়া থাকে, যেন । দরকার হইলেও লেও দুই-একটা চাল বলিয়া দিতে পারে। হস্তি-দন্ত নিৰ্ম্মিত বলগুলা যখন একটির পর একটি করিয়া তাছার দাদামহাশয়ের হন্তে নিহত হইতে থাকে, অতিশয় উৎসাহের সহিত বিশ্বেশ্বর সেগুলি হাতে লইয়া পেটের উপর চাপিয়া ধরে। কিন্তু লাল রঙের মন্ত্ৰীটার উপরেই তাহার কেকটা কিছু অধিক। " সেটা যতক্ষণ হাতে না আসিয়া উপস্থিত হয় ততক্ষণ সে লোলুপদৃষ্টিতে সেই দিকে চাহিয়া থাকে । মাঝে মাঝে তাগিদ দিয়া কৰে, দাঙ্ক ঐতে। কৈলাসচন্দ্র খেলার থেকে অষ্টমনস্ক হীন কৃছে, দাড়া দাদা, কখন হয় ত বা সে আশে-পাশে সরিষা, ধায়, । কৈলাসচক্রের মনটিও চঞ্চলভাবে একবার বিপ্ত ও একবার সতরঞ্চের উপর আনাগোনা করিতে থাকে, গোলমাল হয় তই একটা বল মারা পড়ে, কৈলাসচন্দ্র অমনি ফিরিয়া ভালে, #३, ছেরে বাই যে—অীয় আয়, ছুটে আয়। বিশ্বেখর ছুটিয়া জাসিয়া তাছার পূর্বস্থান অধিকার করির বসে, সঙ্গে সঙ্গে বুদ্ধেরও খি উৎসাহ ফিরিয়া আসে। খেলা শেষ হইলে সে লাল মন্ত্রীটা হয়ে স্ট্রর দাদামহাশয়ের কোলে উঠিয়া বাটি ফিরিয়া যায়। কৈলাসচত্রের এইরূপে নূতন দিনগুলা কাটে। পুরাতন ধা মিমি বাধ পড়িয়াছে। সাবেক দিনের মত দাবাৰ দুটলি সরে তেমন যা পায় না, হয় ত বা ঘরের কোল একলে৷ দুল্ল কে; শ্বস্তু মিশিরের সহিত রোজ সকাল-বেলা হয় ত বা