পাতা:চন্দ্রশেখর- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হালে ৷ $్మరి পালী হইতে পড়িয়া গেল। তীরের দিকে সিপাহী পড়িল ৮ "ন্ত্রীলোককে রক্ষ কর বলিয়ু প্ৰতাপ অপর नििष्क अर्ण বীপ দিলেন। সস্তরণপটু শৈবলিনী আগে আগে সীতার দিয়া চলিল। প্রতাপ তাহার পশ্চাৎ পশ্চাৎ সস্তয়ণ করিয়া চলিলেন । “কয়েদী ভাগিল; বলিয়া পশ্চাতের সান্ত্রী ডাকিল। এবং প্রতাপকে লক্ষ্য করিয়া বন্দক উঠাইল । তথন প্রতাপ সাতার দিতেছেন । প্রতাপ ডাকিয়া বলিলেন, “ভয় নাই—পলাই নাই। এই স্ত্রীলোকটাকে উঠাইব—সম্মুখে স্ত্রীহত্য কি প্রকারে দেখিব ? তুই বাপু হিন্দু-বুঝিয়া उक्रइ} ক্লফুি।” সিপাহী বন্দুক নীত করিল | এই সময়ে শৈবলিনী , সৰ্ব্বশেধের নৌকাবু নিকট •দিয়া, সন্তরণ করিয়া বাইতেছিল। সেখানি দেখিয়া শৈবলিন অক= স্মাং চমকিয়া উঠিল। দেখিল যে, যে নৌকায় শৈবলিনী লরেন্স কষ্টরের সঙ্গে বাস করিযুছিল, এ সেই শৈবলিনা কম্পিত হইয়া ক্ষণকাল তৎপ্রতি দৃষ্টিপাত করিল। দেগিল, তাহার ছাদে, জ্যোণীর আলোকে, ক্ষুদ্র পালঙ্কের উপর একটি সাহেব অদ্ধশয়নাবস্থার রহিছে। উজ্জ্বল Eāরশ্মি তাহার মুখন গুণে পড়িয়াছে। শৈবলিনী চীৎকার শব্দ করিল—দেখিল পালঙ্কে, লরেন্স, ফষ্টর ! লরেন্স, ফষ্টরও সন্তরণকারিণীর প্রতি দৃষ্টি করিতে করিতে চিনিল—শৈবলিনী। লরেন্স, ফষ্টরও চীৎকা9*করিয়া বলিল, “পাড়ো ! পাছে । হামার,বিবি!” রুগ্ন, দুৰ্ব্বল, শয্যাগত, উত্থানশক্তিরহিত । @