পাতা:চন্দ্রশেখর- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

స్శి8 চন্দ্রশেখর । so ফষ্টরের শব্দ শুনিয়া চারি পাচজন শৈবলিনীকে ধরিবার জন্ত জলে ঝাপ দিয়া পড়িল। প্রতাপ তপন তাহাদিগের অনেক আগে । তাহার প্রতাপস্বে ডাকিয়া বলিতে লাগিল, “পাকৃড়ে ! পাকৃড়ো ! ফষ্টর সাহাব ইনাম্ দেগা।” প্রতাপ মনে মনে বলিল, “ফষ্টর সাহেবকে আমিও একবার ইনাম্ দিয়াছি-ইচ্ছা আছে আর একবার দিব।” প্রকাস্তে ডাকিয়৷ বলিল, “আমি ধরিতেছি-তোমরা উঠ ।” এই কথায় বিশ্বাস করিয়া সকলে ফিরিল । ফষ্টর বুঝে নাই যে, অগ্রবর্তী ব্যক্তি প্ৰতাপ। ফক্টরের মস্তিষ্ক তখনও নীরোগ হয় নাই । z যষ্ঠ পরিচ্ছেদ। তাগাধ জম্পে সাতার ।

  • k

দুই জনে সাতারিয়া, অনেকদূর গেল। কি মনোহর দৃপ্ত ! কি মুখের সাগরে সাতার! এই অনন্ত দেশব্যাপিনী, বিশালহৃদয়, ক্ষুদ্রবীচিমালিনী, নীলিমামরী তটিনীর বক্ষে, চন্দ্রকরসাগর মধ্যে ভাসিতে ভাসিতে, সেই উদ্ধস্থ অনন্ত নীলসাগরে দৃষ্টি পড়িল! তখন প্রতাপ মনে করিল, কেনই বা মনুষ্ক অষ্টে ঐ সমুদ্রে সাভার নাই ? কেনুই বা মানুষে ঐ মেঘের তরঙ্গ ভাঙ্গিতে পারে না ? কি পুণ্য করিলে ঐ সমুদ্রে সন্তরণকারী