পাতা:চন্দ্রশেখর- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চন্দ্রশেখর। بالاد যত বৎসর, সই শব্দ শুনে নাই, শৈবলিনীর সেই এক মন্বন্তর’। এখন শুনিয়া"শৈবলিনী সেই অনন্ত জলরাশির মধ্যে চক্ষু মুদিল । মনে মনে চন্দ্র তারাকে সাক্ষা করিল । চক্ষু মুদিয়া বলিল, “প্ৰতাপ ! আজিও এ মরা গঙ্গায় চাদের অালো কেন ?” প্রতাপ বলিল, “চাদের ? না । স্বৰ্য্য উঠিয়াছে —শৈ । আর তর নাই। কেছ তাড়াইয়া আসিতেছে না ।” শৈ। তবে চল তীরে উঠি । ' «εί ι δη ! শৈ । কি ? প্র । মনে পড়ে ? শৈ । কি? প্র । আর একদিন এমনই সীতার দিয়াছিলাম। শৈবধিনী উত্তর দিগ না । এক খণ্ড বৃহৎ কাষ্ঠ ভাসিয়া बाईडश्नेि ? শৈবলিনী তাহ ধরিল । প্রতাপকে বলিল, “ধর, তর সহিবে। বিশ্রাম কর।” প্রতাপ কাষ্ঠ ধরিল । বলিল, “মনে পড়ে ? তুমি ডুবিতে পারিলে ন-আমি ডুবিলাম ?” শৈবলিনী বলিল, “মনে পড়ে - তুমি বলি আবার সেই নাম ধরিয়া আজ না ডাকিতে, তবে আজ তার শোধ দিতাম। কেন ডাকিলে ?” প্রতিতে মনে আছে যে, আমি মনে করিলে ডুবিতে পারি ? • শৈবলিনী শঙ্কিত হইয়া বলিল, “কেন প্রতাপ ? চল তীরে উঠি ।” `, এ। আমি উটু না। আৰুি মৰিব।. প্রতাপ কাষ্ঠ ছাড়িল । o