পাতা:চন্দ্রশেখর- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২e8 চন্দ্রশেখর । হোসেনের মনে মনে হইছেছিল যে, এ ফষ্টয়ের কথা জানে, কিন্তু বলিতেছে না । - ... " ফষ্টর কিয়ৎক্ষণ পয়ে আপনার টুপি লইয়া মাথায় দিয়া বসিল । আমীর ছোসেন জানিতেন যে, এটি ইংরেজদিগের নিয়মবছিভূত কাজ। আরও, যখন ফষ্ট্র টুপি মাথায় দিতে যায়, তখন তাহার শিরস্থ কেশশৃঙ্গ আঘাত-চিহ্নের উপর দৃষ্টি পড়িল। ষ্ট্যালকাটু কৃ আঘাত চিহ্ন 5रूिबाच्न अछ हेनि भाश्चात्र निष्ण ! 蠟 আমীর হোসেন বিদায় হইলেন। আপন শিবিরে আসির কুলসমূকে ডাকিলেন ; তাছাকৈ বলিলেন, “আমর সঙ্গে মায় lo কুলসমূর্তাহখর সঙ্গে গেল। " " কুল সম্কে.সঙ্গে লইধা আমী হোসেন পুনৰ্ব্বার সমরুর তাম্বুতে"উপস্থিত হইলেন । কুলসমূ বাহিবে রহিল। ফষ্টর তখনও সমরুর তাম্বুতে বসিয়াছিল । আমীর কোসেন সমরুকে বলিলেন, “যদি আপনার অনুমতি হয়, তবে আমার এক জন বাদী আসিয়ু আপনাকে শেলাম করে। বিশেষ কাৰ্য আছে।” সমরু অমুমতি দিলেন। • ফষ্টরের হৃৎকম্প হইল-সে গাত্রে খান করিল। মানীর হোসেন হাসিয়া হাত ধরিয়া তাইক বলাইলেন। কুল সমূকে ডাকিলেন। কুল সমৃ আসিল । ফক্টরকে cमर्षिबा मि”क इइंग्ला भास्राहेण । - * আমীর ছোসেন কুল সমূকে জিজ্ঞাসা করিলেন, “কে এ ?” কুলসমৃ ৰশূিল, লরেন্স, ফক্টর - f আমীর হোসেন ফষ্টক্সের ছাত ধরিলেন। কষ্টৰ বলিল,