পাতা:চন্দ্রশেখর- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজ্ঞাপন। “চন্দ্রশেখর” প্রথমে বঙ্গদর্শনে প্রকাশিতু হইয়াছিল।. কিন্তু এক্ষণে ইহার অনেকাংশ পরিবর্তিত হইয়াছে, অনেকাংশ পরিত্যাগ করা গিয়াছে, এবং কোন কোন স্থান পুনৰ্ব্বার লিখিত হইয়াছে। ইহাতে, যে সকল ঐতিহাসিক ঘটনার উল্লেখ আছে, তাহার কোন কোন কথা সচরাচর প্রচলিত ভারতবর্ষীয় বা বাঙ্গালার ইতিহায়ে · পাওয়া যায় না । লয়ের মতাক্ষরীন নামক পারস্য গ্রন্থের একখানি ইংরেজি অনুরাদ যুছে ; ঐতিহাসিক বিষয়ে, কোথাও কোথাও ঐ গ্রন্থের অনুবত্তী জুইয়াছি। ঐ গ্রন্থ অত্যন্ত দুর্লভ, ঐ গ্রন্থ পুনমুদ্রাঙ্কনের যোগ্য ।