পাতা:চন্দ্রশেখর- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

☾by চন্দ্রশেখর । wনির আগৰক বলিলেন, “অতি সামান্ত ব্যক্তি কর্তৃক লোকের উপকার হইয়া থাকে, তোমরা যদি বিপদগ্ৰস্ত হইয়া থাক—সাধ্যানুসারে আমি তোমাদের উপকার করিব।” দ। আমাদের উপকার প্রায় অসাধ্য-আপনি কে ? আগন্তুক কছিলেন, “আমি সামান্ত ব্যক্তি—দরিদ্র ব্রাহ্মণ মাত্র। ব্ৰহ্মচারী।” দ। আপনি যেই হউন, আপনার কথা শুমিয়া, বিশ্বাস করিতে ইচ্ছা করিতেছে। যে ডুবির মরিতেছে, সে অবলম্বনেব যোগ্যতা অযোগ্যতা বিচার করে না । কিন্তু যদি আমাদিগের বিপদ শুনিতে চান, তবে রাজপথ হইতে দূরে চলুন । রাত্রে কে কোথায় অাছে খলা যায় না । আমাদের কথা সকলের সাক্ষণতে বলিবার নহে । তখন ব্ৰহ্মচারী বলিলেন, “তবে তোমরা আমার সঙ্গে আইস ” এই বলিয়া দলনী ও কুল সম্কে সঙ্গে করিয়া নগলাভিমুখে চলিলেন। এক ক্ষুদ্র গহেন্ন সম্মুখে উপস্থিত হইয়া, দ্বারে করাঘাত করিয়া “রামচরণ” বলিয়৷ ডাকিলেন । রামচরণ আসিয়া দ্বার মুক্ত করিয়া দিল । ব্রহ্মচারী তাহাকে আলো জালিতে আজ্ঞা করিলেন। রামচরণ প্রদীপ জালিয়া, ব্রহ্মচারীকে সাষ্টাঙ্গ প্রণাম করিল। ব্রহ্মচারী কথন রামচরণকে বলিলেন, “তুমি গিয়া শয়ন কর ।” শুনিয়া রামচরণ কেবার দলনী ও কুল সমের প্রতি দৃষ্টি করিয়া চলিয়া গেল। বলী বাহুল্য যে, রামচরণ সে রাত্রে আর নিদ্রা বাইতে পারিল না" ঠাকুরজী, এত রাত্রে দুইজন যুবতী স্ত্রীলোক লইয়া আদিলেন কেন ? এই ভাবনা তাহার প্রবল