পাতা:চন্দ্রশেখর- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ుశి চন্দ্রশেখর। পূৰ্ব্বেই বলিয়ছি, স্থলী চজশেখরের প্রতিবাসিকতা এবং সম্বন্ধে ভগিনী । তাহার পিতা নিতান্ত অসঙ্গতিশালী নহেন। সুন্দরী সচরাচর পিত্রালয়ে থাকিতেন। র্তাহার স্বামী ত্রনাথ, প্রকৃত ঘরজামাই না হইয়াও কখনও কখনও খণ্ডর বাড়ী আসির থাকিতেন। শৈবলিনীর বিপদ কালে যে, স্ট্রীনাথ বেদগ্রামে ছিলেন, তাহার পরিচয় পূৰ্ব্বেই দেওয়া হইয়াছে। সুন্দরীই বাড়ীর গৃহিণী । তাহার মাতা রুগ্ন এবং অকৰ্ম্মণ্য । লুনারীর আর এক কনিষ্ঠ ভগিনী ছিল ; তাহার নাম রূপসী । রূপসী শ্বশুরবাড়ীতেই থাকিত। স্বনারী ঢাকাই শাঠী পরিয়া অলঙ্কার সন্নিবেশ পূৰ্ব্বক পিতাকে বলিল, “আমি রূপসীকে দেখিতে যাইব—তাহার বিষয়ে বড় কুস্বপ্ন দেখিয়াছি।” ক্ষুন্দরীর পিত। কৃষ্ণকমল চক্রবর্তী কস্তার বশীভূত, একটু আধটু আপত্তি করিয়া সম্মত হইলেন। মুন্দরী, রূপসীর শ্বশুরালয়ে গেলেন—শ্ৰীনাথ স্বগৃহে গেলেন। " রূপসীয় স্বামী কে ? সেই গ্ৰতাপ ! শৈবলিনীকে বিবাহ করিলে, প্রতিবালিপুত্র প্রতাপকে চন্দ্ৰশেখয় সৰ্ব্বদা দেখিতে পাইতেন । চন্দ্রশেখর প্রতাপের চরিত্রে অত্যস্ত প্রীত হইলেন । সুন্দরীর ভগিনী রূপসী বয়ঃস্থ হইলে তাহার সঙ্গে প্রতাপের বিবাহ ঘটাইলেম । কেযল তাহাই নহে । চন্দ্রশেখর, কাসেম জালি “খার শিক্ষাদ তা"; তাহার কাছে বি শেয় প্রতিপন্ন। চন্দ্রশেখর, নবাবের সরকারে প্রতাপের চাকরী করিয়া দিলেন । প্রতাপ দ্বীয় গু৭ে৯দিন দিন উন্নতি লাভ করিতে লাগিলেন। এক্ষণে প্রভাপ জমিদার। র্তাহার বৃহৎ অট্টালিকা—এবং দেশবিখ্যাত নাম। মুন্দরীর শিবিক তাছার পুরীমধ্যে প্রবেশ করিল।