পাতা:চন্দ্রশেখর- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●博t* I انصاریان ཀ་རཱུ་ রূপসী তাঁহাকে দেখিয় প্রশাম করিয়া, সাদরে,গৃহে লইয়া গেল। প্রতাপ আসিয়া গুলোকে রহস্তসম্ভাষণ করিলেন।* পরে অবকাশমতে প্রতীপ, স্বনারীকে বেদগ্রামের সকল কথা জিজ্ঞাসা করিলেন। অক্সান্ত কথার পর চত্ৰশেখরের কথা জিজ্ঞাসা করিলেনু । স্বন্দর বলিলেন, “তুমি সেই কথা বলিতেই আসিয়াছি, বলি শুন ।” © & এই বুলিয়া স্বন্দরী চন্দ্রশেখর-শৈবৃলিনায় নিৰ্ব্বাসন-বৃত্তাস্ত পৰিস্কারে বিবৃত করিলেন। শুনিয়া, প্রতাপ বিস্থিত এবং স্তন্ধ হইলেন । - কিঞ্চিৎ পরে মাথা তুলিয়, প্রতাপ কিছু রুক্ষভাবে সুন্দরীকে বলিলেন, “এত দিন আমাকে এ কথা বলিয়া পাঠাওঁ নাই কেন ?” সু । কেন, তোমাকে বলিয়া কি হইবে ? প্র। কি হইবে ? তুমি•ষ্ট্রলোক, তোমার কাছে বড়াই করিব না। আমাকে বলিয়া পাঠাইলে কিছু উপকার হইত্তে পারিত। e স্ব। তুমি উপকার করিবে কি না, তা জানিৰ কি প্রকারে? ७थ । cफ्न छूमि कि जॉन नl-आभाव्र अर्कर कअप्नथब्र হইতে ? স্থ । জানি । কিন্তু গুনিয়াছি, লোকে বড়মানুষ হইলে পূৰ্ব্বকথা ভুলিয়া যায়। প্রতাপ জু.হইয়া, অধীর এবং বাক্যশূন্ত হইয়া উঠিা গেলেন। রাগ দেখিয়া মুনীর বড় জাইলাঁদ হইল ।