পাতা:চন্দ্রশেখর- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চন্দ্রশেখর । প্রফুল্প-খেত-পল্প-রাশি, ভাসাইয় দিয়াছে। মনোমোহিনী স্থির শোভা ! দেখিয়া, প্রতাপ সংস চক্ষু ফিাইতে পারিলেন না। সৌন্দর্ঘ্যে মুগ্ধ হইয়া, বা ইঞ্জিয়-বস্তুত প্রযুক্ত ৰে, তাহার চক্ষু ফিরিল না এমন নহে—কেবল অন্তমন বশতঃ তিনি বিমুখের ভায় চাহিয়া; রহিলেন । অনেক দিনের কথা তাহায় মনে পড়িল —অকস্মাৎ স্মৃতি সাগর মথিত হইয়। তরঙ্গের উপর তরঙ্গ প্রছত হইতে লাগিল। t टेनबलिनो निजी बात नाहे-ध्ट्रू ब्रूनिब्रा चाननांब जबझ চিন্তা করিতেছিলেন। চক্ষু নিৰ্মীলিত দেখিয়া, রামচরণ সিদ্ধান্ত করিয়াছিল যে, শৈবলিনী নিদ্রিতা । গাঢ় চিন্তা বশতঃ প্রতাপের প্রথম প্রবেশেল পদধ্বনি শৈবলিনী শুনিতে গান নাই । প্রতাপ বন্দুকটি হাতে করিয়া উপরে আসিয়াছিলেন। এখন বন্দুকটি দেয়ালে ঠেস দিয়া রাখিলেন। ਿ অস্তমনা হইয়াছিলেনসাবধানে'বন্দকটি রাখা হয় নাই ; বন্দুকটি রাখিতে পড়িয়া গেল। সেই শধেী শৈবলিনী চক্ষু চাহিলেন—প্ৰতাপকে দেখিতে পাইলেন। শৈবলিনী চক্ষু মুছিয়া উঠিয়া বসলেন। তখন শৈবলিনী উচ্চৈঃস্বরে বলিলেন, “এ কি এ ? কে তুমি ?” এই বলিয়া শৈবলিনী পালক্ষে মূৰ্ছিত হইয়া পড়িলেন। খতাপ নল আমিয়া, মূৰ্ছিত শৈবলিনীর মুখমণ্ডলে সিঞ্চন করিতে লাগিলেন—সে মুখ শিশির-নিধিত্ত-পদ্মের মত শোভা পাইতে, জল, কেশগুচ্ছ সকল আর্জি করিয়া, কেশগুচ্ছ সকল ঋজু করিয়া, ঝরিতে লাগিল—বেশ, পুষ্মাবলম্ব শৈবালৰৎ শোভা পাইভে লাগিল।