পাতা:চন্দ্রশেখর- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సెe · 5T নাই, কুল নাই, কিন্তু এক পাপে আমি পাপিষ্ঠ মহি। श्atं नंद्र बनििद,'-आब्र डिनि–ििन थापात्र वाभै-उँाशप्क কি বলিয়া মরিব ? কথা ত মনে করিতে পারি না। মনে করিলে বোধ হর, আমীর্কে শত সহস্ৰ বুশ্চিকে দংশন করে— শিরায় শিরায় আগুন জলে । আমি তাহার যোগ্য নহি, বলিয়া আমি তাহাকে ত্যাগ করিয়া আসিয়াছি । তাতে কি তার কোন ক্লেশ হইরাছে ? তিনি কি দুঃখ কবিয়াছেন ? না—আমি তাহার কেহ নহি । পুতিই তাহার সব। তিনি আমার জন্য দুঃখ করিবেন না। একবার নিতান্ত সাধ হয়; সেই কথাটি আমাকে কেহ আসিয়া বলে—তিনি কেমন আছেন, কি করিতেছেন। তাহাকে জামি কখন ৪ ভালবাসি নাই—কখনও ভালবাসিঙে পারিব না—তথাপি তাহার মনে যদি কোন ক্লেশ দিয়া থাকি,তবে আমার পাপের ভরা আরও ভারি হইল। আর একটি কথা তাহাকে বলিতে সাধ করে,—কিন্তু ফষ্টর মরিয়া গিয়াছে, সে কথার অীর সাক্ষী কে ? আমার কথার কে বিশ্বাস কৱিৰে ro শৈবলিনী শয়ন করি। শয়ন করিয়া, সেইরূপ চিন্তাভিভূত রহিল। এভাতকালে তাহার নিদ্রা আসিল—নিদ্রায় নানাবিধ কুস্বপ্ন দেখিল , যখন,তাহার নিদ্রা ভাঙ্গিল, তখন বেলা হইরাছে—মুক্ত গবাক্ষপথে গৃহমধ্যে রৌদ্র প্রবেশ করিয়াছে। শৈবলিনী, চক্ষু"ীলন কুরিল । চক্ষুরুন্মীলন করিয়া সম্মুখে যাহা দেখিল, তাইতে বিস্মিত, ভৗত, স্তম্ভিত হইল ! দেখিল कक्षप्लषब्र !