পাতা:চারু ও হারু প্রথম ভাগ.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
-হারু-

 সকল ছেলে ধরিয়া বসে,—“হারু, ভাই, এইখানটা একটু পড়্‌না ভাই।” হারু লজ্জায় লজ্জায় একটু পড়ে।

তাহার পড়া শুনিয়া সকলে খুসী।

 কেবল, সেই যে দুষ্টছেলে কয়েকটা,পঞ্চু, মতি, হরিশ, নিবারণ, ভূতো,চারুর সঙ্গে থাকে, তাহার হারুকে দুই চক্ষে দেখিতে পারে তাহাদের কি করিয়াছে? কিছুই না।

 তা হারু ওসব কিছু মনেই করে না। সকলে। এক সঙ্গে পড়ে, সকলেই ভাই ভাই। হারু সকলের সঙ্গে মিলিয়া মিশিয়া, লেখে, পড়ে, খেলে!

 পরবছরের শ্রেণীর পরীক্ষায় হারুই সকলের প্রথম হইল।

 দিনে দিনে হারু, পাঠশালায় সােণার ছেলে হইয়া উঠিল।

২২
-ছেলেদের উপন্যাস-