এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
উড়ো জাহাজ
৫৫
তােমার ও দুটো ডানা
মানুষের পােষ-মানা—
কলের খাঁচায় তােমারে নাচায়,
তুমি বােবা, তুমি কানা।
হায় রে একি অদৃষ্ট,
কিছুই তাে নহে মিষ্ট—
মানুষের সাথ থাকো দিন রাত,
নাহি বল রাধাকৃষ্ট।
যত হও নাকো বড়ো,
দাঁত করো কড়োমড়ো—
তবু ভয়ে তাের লাগিবে না ঘাের,
হব নাকো জড়ােসড়ো।
মানুষেরে পিঠে ধরি।
ঘােরে দিবা-বিভাবরী—
আমরা দোয়েল পাপিয়া কোয়েল
দূর হতে গড় করি।