পাতা:চিত্রবিচিত্র-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৫

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
চলচ্চিত্র
৮৩

সের পঁচিশেক কদমা ছিল
কলুবুড়ির খামাতে,
জলের মধ্যে উলটে গেল
ঘাটের ধারে নামাতে।
মাছ এল তাই কাৎলাপাড়া
খয়রাহাটি ঝেঁটিয়ে,
মােটা মােটা চিংড়ি ওঠে
পাঁকের তলা ঘেঁটিয়ে।
চিনির পান খেয়ে খুশি,
ডিগবাজি খায় কাৎলা—
চঁদা মাছের চ্যাপটা জঠর
রইল না আর পাৎলা।
শেষে দেখি ইলিশ মাছের
মিষ্টিতে আর রুচি নাই,
চিতল মাছের মুখটা দেখেই
প্রশ্ন তারে পুছি নাই।
ননদকে ভাজ বললে, তুমি
মিথ্যে এ মাছ কোটো ভাই,
রাঁধতে গিয়ে দেখি এ যে
মিঠাই-গজার ছােটো ভাই।