এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
চিত্রাঙ্গদা
ভুলে ছিনু যাহা, সেই মুখে চেয়ে, সেই
আপনাতে-আপনি-অটল মূর্তি হেরি,
সেই মুহুর্তেই জানিলাম মনে, নারী
আমি। সেই মুহুর্তেই প্রথম দেখিনু
সম্মুখে পুরুষ মোর।
মদন
সে শিক্ষা আমারি
সুলক্ষণে। আমিই চেতন ক’রে দিই
একদিন জীবনের শুভ পুণ্যক্ষণে
নারীরে হইতে নারী, পুরুষে পুরুষ।
কী ঘটিল পরে?
চিত্রাঙ্গদা
সভয়বিস্ময়কণ্ঠে
শুধানু, ‘কে তুমি?’ শুনিনু উত্তর, ‘আমি
পার্থ, কুরুবংশধর।’
রহিনু দাঁড়ায়ে
চিত্রপ্রায়, ভুলে গেনু প্রণাম করিতে।
এই পার্থ? আজন্মের বিস্ময় আমার?
শুনেছিনু বটে, সত্যপালনের তরে,
দ্বাদশ বৎসর বনে বনে ব্রহ্মচর্য
পালিছে অর্জুন। এই সেই পার্থবীর।
বাল্যদুরাশায় কতদিন করিয়াছি
১৩