এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
চিত্রাঙ্গদা
কচি কচি পীতশ্যাম কিশলয় তুলি
আর্দ্র করি ঝরনার শীকরনিকরে
গভীর পল্লবছায়ে বসি, ক্লান্তকণ্ঠে
কাঁদিছে কপোত ‘বেলা যায়’ ‘বেলা যায়’
বলি। কুলুকুলু বহিয়া চলেছে নদী
ছায়াতল দিয়া। শিলাখণ্ডে স্তরে স্তরে
সরস সুস্নিগ্ধ সিক্ত শ্যামল শৈবাল
নয়ন চুম্বন করে কোমল অধরে।
এসো নাথ, বিরল বিরামে।
অর্জুন
আজি নহে
প্রিয়ে।
চিত্রাঙ্গদা
কেন নাথ?
অর্জুন
শুনিয়াছি, দস্যুদল
আসিছে নাশিতে জনপদ। ভীতজনে
করিব রক্ষণ।
চিত্রাঙ্গদা
কোনো ভয় নাই প্রভু।
তীর্থযাত্রাকালে রাজকন্যা চিত্রাঙ্গদা
৫৬