এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
চিত্রাঙ্গদা
প্রকাশ না পায় যদি? কী অভাব তার!
অরুণলাবণ্যলেখাচিরনির্বাপিত
ঊষার মতন যে রমণী আপনার
শতস্তর তিমিরের তলে বসে থাকে
বীর্যশৈলশৃঙ্গ-’পরে নিত্য-একাকিনী,
কী অভাব তার! থাক্ থাক্, তার কথা
পুরুষের শ্রুতিসুমধুর নহে, তার
ইতিহাস।
অর্জুন
বলো বলো। শ্রবণলালসা
ক্রমশ বাড়িছে মোর। হৃদয় তাহার
করিতেছি অনুভব হৃদয়ের মাঝে।
যেন পান্থ আমি, প্রবেশ করেছি গিয়া
কোন্ অপরূপ দেশে অর্ধরজনীতে।
নদীগিরিবনভূমি সুপ্তিনিমগন,
শুভ্রসৌধকিরীটিনী উদার নগরী
ছায়াসম অর্ধস্ফুট দেখা যায়, শুনা
যায় সাগরগর্জন; প্রভাতপ্রকাশে
বিচিত্র বিস্ময়ে যেন ফুটিবে চৌদিক;
প্রতীক্ষা করিয়া আছি উৎসুকহৃদয়ে
তারি তরে। বলো বলো, শুনি তার কথা।
৫৯