পাতা:চিত্রা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৭

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১০৮
চিত্রা।

বহু দূর দুরাশার প্রবাসে।
পূরবী রাগিণী বাজে আকাশে।


কাননে প্রাসাদচূড়ে নেমে আসে রজনী,
আর বেয়ে কাজ নাই তরণী!
যদি হোথা খুঁজে পাই
মাথা রাখিবার ঠাঁই,
বেচাকেনা ফেলে যাই এখনি,—
যেখানে পথের বাঁকে
গেল চলি নত আঁখে
ভরা ঘট লয়ে কাঁধে তরুণী!
এই ঘাটে বাঁধ মোর তরণী!

২৮ অগ্রহায়ণ,
১৩০২।



সান্ত্বনা।

কোথা হতে দুই চক্ষে ভরে’ নিয়ে এলে জল
হে প্রিয় আমার!