পাতা:চিত্রা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২২

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
শেষ উপহার।
১১৩

কোমল বক্ষের তাল
মৃদুমন্দ দোল!
নিঃশ্বাস বীজনে মোর কাঁপিবে কুন্তল তব,
মুদিবে নয়ন-
অর্দ্ধরাতে শান্তবায়ে নিদ্রিত ললাটে দিব
একটি চুম্বন।

২৯ অগ্রহায়ণ,
১৩০২।



শেষ উপহার।

যাহা কিছু ছিল সব দিনু শেষ করে’
ডালাখানি ভরে,—
কাল কি আনিয়া দিব যুগল চরণে
তাই ভাবি মনে।
বসন্তে সকল ফুল নিঃশেষে ফুটায়ে দিয়ে
তরু তার পরে
একদিনে দীনহীন, শূন্যে দেবতার পানে
চাহে রিক্ত করে!

১৫